গার্ডেনরিচ কাণ্ডের সিবিআই তদন্ত চাইলেন বিরোধী দলনেতা

গার্ডেনরিচ কাণ্ডের সিবিআই তদন্ত চাইলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর মতে, মুখ্যমন্ত্রী ও এক মন্ত্রী জড়িত থাকায় সিআিডি-র পক্ষে নিরপেক্ষ ভাবে তদন্ত করা সম্ভব নয়। আজই গুড়িয়া কাণ্ডের তদন্তভার সিআইডি-র হাত থেকে সিবিআই-কে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Updated By: Feb 18, 2013, 10:31 PM IST

গার্ডেনরিচ কাণ্ডের সিবিআই তদন্ত চাইলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর মতে, মুখ্যমন্ত্রী ও এক মন্ত্রী জড়িত থাকায় সিআিডি-র পক্ষে নিরপেক্ষ ভাবে তদন্ত করা সম্ভব নয়। আজই গুড়িয়া কাণ্ডের তদন্তভার সিআইডি-র হাত থেকে সিবিআই-কে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 
কলকাতা পুলিসের হাত থেকে নিয়ে গার্ডেনরিচ কাণ্ডের তদন্তভার সিআইডি-কে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র মনে করেন, সিআইডি-র পক্ষে নিরপেক্ষ ভাবে তদন্ত করা সম্ভব নয়।
বিরোধী নেত্রী থাকার সময় রিজওয়ানুর-মৃত্যু, তাপসী মালিক মৃত্যু, স্টিফেন কোর্টে অগ্নিকাণ্ড, জ্ঞানেশ্বরী কাণ্ডের মতো বিভিন্ন ইস্যুতে বারবার সিবিআই তদন্তের দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে সিবিআই তদন্তের দাবি তোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে লোবা, মগরাহাট বা তেহট্টে গুলি কিংবা গুড়িয়া হত্যাকাণ্ড, বিভিন্ন ঘটনার ক্ষেত্রেই বিরোধীদের দাবি উড়িয়ে দিয়ে সিআইডিতেই ভরসা রেখেছেন।
সোমবারই কলকাতা হাইকোর্টে মুখ পুড়েছে সরকারের। সিআইডি-কে তীব্র ভর্তসনা করে গুড়িয়া কাণ্ডের তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি অরুণকুমার মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। আর সেদিনই গার্ডেনরিচ কাণ্ডের সিবিআই তদন্তের দাবি জানালেন বিরোধী দলনেতা। 

.