এবার কমিশনের কাছে দরবার তৃণমূল পন্থী বুদ্ধিজীবীদের

বিক্ষিপ্ত দুএকটা ঘটনা ছাড়া নির্বাচনে কোনও সন্ত্রাসই হয়নি। যা হয়েছে তেমন ঘটনা স্কুলে খেলার সময়ই হয়ে থাকে। ভিত্তিহীন অভিযোগে শাসকদলকে কালিমমিপ্ত করা হচ্ছে। শাসকের প্রতি কঠোর মনোভাব নিচ্ছে কমিশন। মুখ্যমন্ত্রীকে শোকজ করা হয়েছে অকারণে। ঠিক এই ভাষাতেই নির্বাচন কমিশনের কাছে দরবার করলেন তৃণমূল পন্থী বুদ্ধিজীবীরা।

Updated By: Apr 16, 2016, 07:00 PM IST

ওয়েব ডেস্ক: বিক্ষিপ্ত দুএকটা ঘটনা ছাড়া নির্বাচনে কোনও সন্ত্রাসই হয়নি। যা হয়েছে তেমন ঘটনা স্কুলে খেলার সময়ই হয়ে থাকে। ভিত্তিহীন অভিযোগে শাসকদলকে কালিমমিপ্ত করা হচ্ছে। শাসকের প্রতি কঠোর মনোভাব নিচ্ছে কমিশন। মুখ্যমন্ত্রীকে শোকজ করা হয়েছে অকারণে। ঠিক এই ভাষাতেই নির্বাচন কমিশনের কাছে দরবার করলেন তৃণমূল পন্থী বুদ্ধিজীবীরা।

এদিকে, রাজ্যে কাল দ্বিতীয় দফার ভোট। উত্তরবঙ্গ সহ বীরভূমে ভোট ঘিরে উত্তপ্ত রাজ্যের পরিস্থিতি। বাসন্তী থেকে হুগলির চণ্ডীতলা, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি, সিপিএম, আরএসপি, নির্দল, সবাই হামলা চালানোর অভিযোগ তুলল। অভিযোগ উঠল প্রচারে বাধা দেওয়ার, হুমকি দেওয়ার। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

.