সার্বিকভাবে তৃতীয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জমি শক্ত করল TMCP

সারাবছর ধরেই ক্যাম্পাস ভিত্তিক কর্মসূচি। ক্যাম্পাসভিত্তিক ইশতেহারও প্রকাশ করে তৃণমূল ছাত্র পরিষদ।

Reported By: কমলিকা সেনগুপ্ত | Updated By: Feb 21, 2020, 06:56 PM IST
সার্বিকভাবে তৃতীয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জমি শক্ত করল TMCP

নিজস্ব প্রতিবেদন : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জমি শক্ত করল TMCP। আর্টসের ফলাফল খুবই ভাল। সার্বিকভাবে দেখতে গেলে তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ।

২০১১ থেকেই প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু কিছুতেই এগারোর গেরো কাটছিল না। এবার যাদবপুরে বামেদের দুর্গে উল্লেখযোগ্যভাবে ভাল ফল করেছে তৃণমূল ছাত্র পরিষদ। আর্টসে ২৯ জন ক্লাস রিপ্রেজিন্টিটিভ ও সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়েও একটি করে সিআর পদে জয় পেয়েছে টিএমসিপি। আন্তর্জাতিক সম্পর্ক, লাইব্রেরি, এডুকেশন ও ফিলোসফি বিভাগেও ভাল ফল করেছে তারা। জিএস, এজিএস ও চেয়ারপার্সন পদেও সার্বিকভাবে তৃতীয় স্থানে টিএমসিপি।

চেয়ারপার্সন পদে
এসএফআই-২০৫৭
ডিএসএ-৮৭১
টিএমসিপি-১৫৩

জিএস পদে
এসএফআই-১৯৯৬
ডিএসএ-৮৬৫
টিএমসিপি-২১২

এজিএস(দিবা)
এসএফআই-১৭৭৯
ডিএসএ-৮৫৪
টিএমসিপি- পেয়েছে ১৯৪টি ভোট

আরও পড়ুন, ABVP নামতেই রাজনৈতিক মেরুকরণ যাদবপুরে, কলায় রেকর্ড ব্রেকিং জয় SFI-র

সারাবছর ধরেই ক্যাম্পাস ভিত্তিক কর্মসূচি। ক্যাম্পাসভিত্তিক ইশতেহারও প্রকাশ করে তৃণমূল ছাত্র পরিষদ। এছাড়াও লাগাতার সিএএ ও এনআরসি বিরোধী প্রচারের প্রতিফলনও ভোটবাক্সে পড়েছে বলেই মনে করছে টিএমসিপি নেতৃত্ব।

.