রবীন্দ্রভারতীর বিতর্ক খতিয়ে দেখতে বিশেষ দল গঠন লালবাজারে, তদন্তে সাইবার বিশেষজ্ঞরাও

 জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখে আদালতের পরামর্শ নেবে ওই বিশেষ দল। এরপরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে। 

Reported By: বিক্রম দাস | Updated By: Mar 7, 2020, 01:24 PM IST
রবীন্দ্রভারতীর বিতর্ক খতিয়ে দেখতে বিশেষ দল গঠন লালবাজারে, তদন্তে সাইবার বিশেষজ্ঞরাও

নিজস্ব প্রতিবেদন: রবীন্দ্রভারতীর বসন্ত উৎসবের ছবি নিয়ে ছড়িয়ে পড়েছে বিতর্ক। এবার সের বিতর্কের জেরে তত্পর হয়েছে লালবাজার। RBU-কে বদনামের ছক, কর্তৃপক্ষের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ দল গঠন করল লালবাজার। ইতিমধ্যেই ৫ তরুণতরুণীর ক্ষমাপ্রার্থনায় স্পষ্ট হয়েছে বহিরাগত যোগ। ভাইরাল ছবির সূত্র ধরে তদন্তে নেমেছেন সাইবার বিশেষজ্ঞরাও। জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখে আদালতের পরামর্শ নেবে ওই বিশেষ দল। এরপরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে।  

আরও পড়ুন: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছবি বিতর্কে বহিরাগত যোগ, 'ভুলের' জন্য ক্ষমা চাইতে ক্যাম্পাসে ৫ পড়ুয়া

উল্লেখ্য, গতকাল বিতর্কের মধ্যেই রবীন্দ্রভারতীতে অশ্লীলতাকাণ্ডের দজেরে ইস্তফা দিয়েছিলেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। ঘটনার নৈতিক দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্রও পাঠিয়েছিলেন তিনি। এই ঘটনায় অত্যন্ত ব্যথিত বলে জানান সব্যসাচী বসু রায়চৌধুরী। নৈতিক দায় নিয়ে ইস্তফা দেন উপাচার্য। যদিও ইতিমধ্যেই পদত্যাগপত্র ফেরালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সব্যসাচী বসু রায়চৌধুরীকে ই-মেইল করে জানিয়ে দেন তিনি। পাশাপাশি সাংবাদিক বৈঠকে তিনি জানান, বহিরাগত সমাগমে পূর্ণ নজরদারি অসম্ভব। সোশ্যাল মিডিয়াতেই নিয়ন্ত্রণ জরুরি।  "যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব‍্যবস্থা নেবে।
 আমি বুঝতে পারলাম না উনি কেন করলেন। এই ব‍্যাধির বিরুদ্ধে সবাই মিলে লড়বে। উনি চলে যাবেন কেন।"

.