Madan Mitra: বার বার বিতর্কিত মন্তব্য, মদন মিত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে তৃণমূল

ব্যবস্থা নিতে চলেছে দলের দলের শৃঙ্খলারক্ষা কমিটি।

Updated By: Feb 11, 2022, 01:35 PM IST
Madan Mitra: বার বার বিতর্কিত মন্তব্য, মদন মিত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে তৃণমূল
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : মদন মিত্রের (Madan Mitra) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে  তৃণমূল (TMC)। ব্যবস্থা নিতে চলেছে দলের শৃঙ্খলারক্ষা কমিটি। সূত্রের খবর এমনই। গত কয়েকদিনে মদন মিত্রের একাধিক মন্তব্যের জেরে বিতর্ক ছড়িয়েছে। দল মনে করছে যে, তাঁর এই বিতর্কতি মন্তব্যের জেরে একদিকে যেমন দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তেমনই দলীয় নির্দিষ্ট রীতিনীতির বিরুদ্ধেও কথা বলা হচ্ছে। এই নিয়ে তাঁকে সতর্কও করা হয় একবার। কিন্তু তারপরেও বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকেননি মদন মিত্র। 

প্রসঙ্গত, গতকালই মদন মিত্র (Madan Mitra) বলেন যে,  "মমতা বন্দ্যোপাধ্য়ায়র (Mamata Banerjee) পর অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ছাড়া আর কোনও মুখ নেই। বাকিরা কেউ গোটা, কেউ মোটা, কেউ সোটা।" উক্ত বিশেষণগুলোর দ্বারা কাদের নিশানা করলেন কামারহাটির বিধায়ক? জোর জল্পনা ছড়ায় রাজনৈতিক মহলে। মমতা বন্দ্যোপাধ্য়ায়র (Mamata Banerjee) পর অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) কি তৃণমূলের মুখ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে কামারহাটির বিধায়ক বলেন, "আমার তো অভিষেকের মুখটা ভাল লাগে। আমার কেমন ওকে মিষ্টি মিষ্টি বাচ্চা লাগে। আর কার ভাল লাগে আমি কীভাবে বলব? এই দলে মমতাদির পর অভিষেক ছাড়া আর কারও মুখ আমার ভাল লাগে না। কেউ গোটা, কেউ মোটা, কেউ সোটা।" 

এরপর তাঁকে প্রশ্ন করা হয় যে, "আপনি কি পার্থ চট্টোপাধ্যায়, সৌগত রায়দের ইঙ্গিত করছেন?" উত্তরে মদন মিত্র (Madan Mitra) বলেন, "আমি কারও নাম বলিনি। আমি বলেছি অভিষেককে বেশ দেখতে সুন্দর। ফুটফুটে বাচ্চা। অভিষেককে দেখলে প্রিয়রঞ্জন দাশমুন্সির (Priya Ranjan Dasmunsi) কথা মনে পড়ে যায়। ওর বক্তৃতা। ওর বক্তৃতার কনটেন্ট।" পাশাপাশি তিনি আরও বলেন, "শুভেন্দু অধিকারী, অর্জুন সিংকে নিয়েও কিছু বলব না। কারণ এরপর এদেরই দেখা যাবে তৃণমূল ভবনে। তখন আমি বেমতলব কেস খাব।"  

আরও পড়ুন, Mukul Roy: কোন ফুলে মুকুল? শুক্রবার স্পষ্ট হবে অধ্যক্ষের সিদ্ধান্তে

Trinamool Congress: "এক ব্যক্তি, এক পদ" দাবিতে সোচ্চার যুব তৃণমূল নেতৃত্ব; ইঙ্গিতপূর্ণ পোস্ট সোশাল মিডিয়ায়

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.