সিবিআই চেয়ে আজ হাই কোর্টের দ্বারস্থ হচ্ছেন জারিনা বিবি

তিন ছেলের খুনে সিবিআই তদন্ত চেয়ে আজ কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হচ্ছেন জারিনা বিবি। প্রায় প্রতিদিনই তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ২০১০ সালের ৪ জুন লাভপুরে সালিশি সভার নাম করে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হয়েছিল সিপিআইএম সমর্থক তিন ভাই ধানু, কুটুন ও ওইজুদ্দিন শেখকে।

Updated By: Jun 30, 2014, 11:17 AM IST

তিন ছেলের খুনে সিবিআই তদন্ত চেয়ে আজ কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হচ্ছেন জারিনা বিবি। প্রায় প্রতিদিনই তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ২০১০ সালের ৪ জুন লাভপুরে সালিশি সভার নাম করে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হয়েছিল সিপিআইএম সমর্থক তিন ভাই ধানু, কুটুন ও ওইজুদ্দিন শেখকে।

স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক মনিরুল ইসলাম সহ ৫১ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। কিন্তু আজও মনিরুল পুলিসের নাগালের বাইরে।

হত্যাকাণ্ডের পর থেকে এই তিন ভাইয়ের মা জারিনা বিবি এবং তাঁর অন্য ছেলেদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আতঙ্কের জেরে পালিয়ে বেড়াচ্ছেন জারিনা বিবিরা। আত্মগোপন করছেন এক জায়গা থেকে অন্য জায়গায়।

.