ওয়েব ডেস্ক: পথে ঘাটে যৌন হেনস্থা রুখতে এবার ছ্যাঁকা দেওয়াতে ভরসা রাখছে চিন। ধর্ষণ বা শ্লীলতাহানি করতে আসা ব্যক্তির বিশেষ অঙ্গে আগুনের ছ্যাঁকা দেওয়ার যন্ত্র সম্প্রতি আবিষ্কৃত হয়েছে চিনে। এক চিনা সংস্থার তৈরি করা 'অ্যান্টি পারভার্ট ফ্লেম থ্রোয়ার' নামক এই যন্ত্র আপাতত বিশ্বজুড়ে চর্চার শীর্ষে। আক্রান্ত একটি সামান্য সুইচে চাপ দিলেই যন্ত্রটি থেকে তীব্র আগুনের শিখা নির্গত হবে এবং সরাসরি পুড়িয়ে দেবে আক্রমণকারীর অঙ্গ। সর্বোচ্চ ৫০ সেমি দূরে থাকা লক্ষ্যবস্তুকে ছ্যাঁকা দিতে সক্ষম এই ফ্লেম থ্রোয়ার যার উষ্ণতা হবে ১৮০০ ডিগ্রি সেলসিয়াস।

যন্ত্রটির প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে যে, এই রকমভাবে আগুনের শিখা ব্যবহার করলে অপরাধীর মনে চিরস্থায়ী ভয় তৈরি হবে যা ভবিষ্যতে এমন কুকাজ আবার করতে গেলে তাকে ভাবাবে। পাশাপাশি, এই ফ্লেমে কারও মৃত্যুর কোনও সম্ভবনা থাকবে না বলেও জানানো হয়েছে। কিন্তু সংস্থা যাই বলুক, চিনা পুলিস জানিয়েছে এমন যন্ত্রের ব্যবহার একেবারেই বেআইনি।

English Title: 
'Anti-pervert' hand-held flame-throwers sold as a self-defense tool against sexual attackers in China
News Source: 
Home Title: 

ছ্যাঁকা দিয়ে যৌন হেনস্থা রুখতে বাজারে চিনা যন্ত্র

ছ্যাঁকা দিয়ে যৌন হেনস্থা রুখতে বাজারে চিনা যন্ত্র
Yes
Is Blog?: 
No