এই ৭ টি বাস্তু পরামর্শ মেনে চলুন, ভালো হবে আপনার

বাস্তু বিষয়ক পরামর্শ দেওয়া হল। এগুলো মেনে চললে আপনার ভালো হবে। এমনটাই মত, পরামর্শদাতাদের। নতুন বছরে নিজের ঘর নতুনভাবে গুছিয়ে নিয়ে শুরু করুন না। দেখুন হয়তো কেটে যাবে আপনার বাস্তু দোষ।

Updated By: Jan 24, 2016, 08:07 PM IST
 এই ৭ টি বাস্তু পরামর্শ মেনে চলুন, ভালো হবে আপনার

ওয়েব ডেস্ক: বাস্তু বিষয়ক পরামর্শ দেওয়া হল। এগুলো মেনে চললে আপনার ভালো হবে। এমনটাই মত, পরামর্শদাতাদের। নতুন বছরে নিজের ঘর নতুনভাবে গুছিয়ে নিয়ে শুরু করুন না। দেখুন হয়তো কেটে যাবে আপনার বাস্তু দোষ।

১) আপনার বাড়ির মূল প্রবেশ দ্বারে একটা স্বস্তিক চিহ্ণ রাখুন। খুব ভালো হয়, সেটি রুপোর তৈরি হলে। এর ফলে আপনার বাড়িতে আসবে ইতিবাচক শক্তি!

২) উত্তর দিক করে ধনদেবীর ছবি রাখুন। অথবা কুবেরকে উত্তর দিকে রাখুন। তাহলে আপনার বাড়িতে অর্থ আসবে অনেক।

৩) ঘরে বা বাড়িতে গাছ রাখা খুব ভালো। সেক্ষেত্রে আপনার বাড়ির জন্য ভালো হবে, যদি গাছগুলোকে পূব দিক করে রাখেন।

৪) বাড়ির উত্তর দিক করে কোনও নোংরা জিনিস রাখবেন না। ওই দিকটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তাহলে পরিবারের সকলের সাস্থ্য ভালো থাকবে।

৫) বাড়ির দক্ষিণ দিকে জলের ট্যাঙ্ক বা জল রাখবেন না। সেক্ষেত্রে আপনার আয়ের থেকে খরচের পরিমাণ বেড়ে যেতে পারে। তাই এই বিষয়টায় একটু সাবধান।

৬) আপনি যদি ব্যবসার জন্য কোনও নতুন জমি কিনতে চান, তাহলে অবশ্যই দেখে নেবেন সেই জমি বা জায়গা যেন দক্ষিণ-পশ্চিম দিকে না হয়। সেক্ষেত্রে আপনার ব্যবসা লাভজনক হবে না।

৭) বাড়ির রান্না ঘর রাখুন দক্ষিণ দিকে। তবে খেয়াল রাখবেন রঙের ব্যাপারে। রান্নাঘর সাদা রঙের হলেই ভালো।

.