শিখে নিন কীভাবে সহজেই বানাবেন ‘ডার্ক চকোলেট স্পঞ্জ কেক’

শুধুমাত্র কোনও অনুষ্ঠানেই নয়, প্রাত্যহিক জীবনের একঘেয়েমি কাটাতেও আমরা প্রায়ই বাড়িতে বিভিন্নরকমের পদ রান্না করে থাকি। টেস্ট বদলালে মন ভালো থাকে। মন ভালো থাকলে শরীর ভালো থাকে। আর শরীর ভালো থাকলে সবকিছু ভালো থাকে। তাই মাঝেমাঝেই টেস্ট বদলানো খুবই প্রয়োজন।

Updated By: Mar 3, 2017, 03:36 PM IST
শিখে নিন কীভাবে সহজেই বানাবেন ‘ডার্ক চকোলেট স্পঞ্জ কেক’

ওয়েব ডেস্ক: শুধুমাত্র কোনও অনুষ্ঠানেই নয়, প্রাত্যহিক জীবনের একঘেয়েমি কাটাতেও আমরা প্রায়ই বাড়িতে বিভিন্নরকমের পদ রান্না করে থাকি। টেস্ট বদলালে মন ভালো থাকে। মন ভালো থাকলে শরীর ভালো থাকে। আর শরীর ভালো থাকলে সবকিছু ভালো থাকে। তাই মাঝেমাঝেই টেস্ট বদলানো খুবই প্রয়োজন।

মিষ্টি কোনও পদ মানেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দোকান থেকে রসগোল্লা, সন্দেশ কিংবা কেক পেস্ট্রি কিনে এনে খাই। কিন্তু কেন রোজ রোজ এই একই খাবার খাবেন। কিংবা কেনই বা দোকান থেকে কিনে এনে খাবেন। শুধু শিখে নিতে হবে পছন্দের খাবারটা তৈরি করবেন কীভাবে সেটা।

শেষ পাতে মিষ্টি মানেই রসগোল্লা কিংবা সন্দেশ নয়। আপনি ট্রাই করে দেখতে পারেন ‘ডার্ক চকোলেট স্পঞ্জ কেক’ও। খুবই সহজ এটি তৈরি করা। নিচের ভিডিও থেকে শিখে নিন। আর বানিয়ে ফেলুন। এমনই দিনও অনুষ্ঠানের মতো হয়ে যাবে।

.