তত্‌কাল টিকিট বুকিংয়ের সমস্ত নিয়ম কানুন জেনে নিন

চলতি বছরে তত্‌কাল টিকিট বুকিং করার জন্য কী কী নিয়ম আপনাকে মেনে চলতে হবে? জেনে নিন।

Updated By: Apr 3, 2018, 04:22 PM IST
তত্‌কাল টিকিট বুকিংয়ের সমস্ত নিয়ম কানুন জেনে নিন

নিজস্ব প্রতিবেদন: যাত্রীদের সুবিধার জন্য IRCTC অনলাইনে তত্‌কাল টিকিট বুকিংয়ের সুবিধা দিচ্ছে। কিন্তু তত্‌কাল টিকিট বুকিংয়ের বেশ কিছু নিয়মও বেঁধে দিয়েছে IRCTC। চলতি বছরে তত্‌কাল টিকিট বুকিং করার জন্য কী কী নিয়ম আপনাকে মেনে চলতে হবে? জেনে নিন। যাত্রীদের জন্য রয়েছে বেশি কিছু সুবিধাজনক পরিষেবাও।

আরও পড়ুন : ৬ মাসে ১৭ কেজি ওজন কমালেন এই গৃহবধূ! জানেন কীভাবে?

তত্‌কালে টিকিট বুকিংয়ের নিয়ম-
১) অনলাইনে এসি তত্‌কাল টিকিট কাটার সময় শুরু সকাল ১০টা থেকে এবং নন এসি তত্‌কাল টিকিট বুকিং শুরু সকাল ১১টা থেকে।
২) তত্‌কালে যে ট্রেনের টিকিট আপনি বুক করেছেন, সেই ট্রেন যদি ৩ ঘণ্টা বিলম্ব থাকে, তাহলে যাত্রীরা সেই টিকিটের পুরো ভাড়া ফেরতের দাবি জানাতে পারবেন।
৩) যদি কোনও তত্‌কাল ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয় এবং কোনও যাত্রী যদি সেই কারণে যাত্রা করতে না চান, তাহলে তিনি পুরো ভাড়া ফেরতের জন্য দাবি জানাতে পারবেন।
৪) যদি কোনও যাত্রীর তত্‌কালের নির্দিষ্ট কোচ ট্রেন থেকে আলাদা হয়ে যায়, এবং তাঁকে সেই একই পরিষেবা না দেওয়া হয়, তাহলে সেই যাত্রী তাঁর টিকিটের পুরো ভাড়া ফেরতের দাবি জানাতে পারেন।
৫) যদি কোনও যাত্রীর লোয়ার ক্লাসে যাত্রা পছন্দ না হয়, এবং তাঁকে লোয়ার ক্লাসই দেওয়া হয়, তাহলে সেই যাত্রী টিকিটের পুরো ভাড়া ফেরতের দাবি জানাতে পারেন।

আরও পড়ুন : শরীরচর্চা করার আগে কী খাবেন আর কী খাবেন না? জেনে নিন

.