আন্নার মঞ্চে বৃহত্তর আন্দোলনের ডাক রামদেবের

দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে এক কোটি মানুষ নিয়ে আন্দোলনে নামছেন রামদেব। শুক্রবার দিল্লির যন্তরমন্তরে আন্না হাজারের অনশন মঞ্চে হাজির হয়ে যোগগুরু জানিয়েছেন, শক্তিশালী লোকপাল বিল পাস এবং বিদেশি ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত কালো টাকা ফেরতের দাবিতে শীঘ্রই টিম আন্ননার সঙ্গে দেশজুড়ে আন্দোলন শুরু করবেন তিনি।

Updated By: Jul 27, 2012, 05:16 PM IST

দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে এক কোটি মানুষ নিয়ে আন্দোলনে নামছেন রামদেব। শুক্রবার দিল্লির যন্তরমন্তরে আন্না হাজারের অনশন মঞ্চে হাজির হয়ে যোগগুরু জানিয়েছেন, শক্তিশালী লোকপাল বিল পাস এবং বিদেশি ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত কালো টাকা ফেরতের দাবিতে শীঘ্রই টিম আন্ননার সঙ্গে দেশজুড়ে আন্দোলন শুরু করবেন তিনি।
রামদেবের মতে, দেশের জনসংখ্যার মাত্র এক শতাংশ অর্থাত্‍ এক কোটি মানুষ যোগ দিলেই সফল হবে এই আন্দোলন। কালো টাকা ফেরত আনা ও অন্যান্য দাবিতে আগামী ৭ অগাস্ট থেকে দিল্লির রামলীলা ময়দানে অনশন শুরু করবেন রামদেব। এই কর্মসূচি সফল করার জন্য আন্নার সমাবেশে হাজির শ্রোতাদের কাছে আহ্বান জানান তিনি।
এদিন জনলোকপাল বিল সংসদে পাস করার দাবিতে অরবিন্দ কেজরিওয়াল, মণীশ শিশোদিয়া-সহ আন্না অনুগামীদের অনশন তিন দিনে পড়ল। কিন্তু গত বছর অগাস্টে আন্নার তিহার-পর্বের সময় রাজধানীর বাসিন্দাদের মধ্যে যে আলোড়ন উঠেছিল, তার ছিঁটেফোঁটাও এবার দেখা যায়নি। এই পরিস্থিতিতে দুর্নীতিবিরোধী আন্দোলন স্তিমিত হয়ে পড়ার সম্ভাবনা দেখছে আন্না শিবির। অবশ্য এদিন যোগগুরুর উপস্থিতির কারণে কিছুটা জনসমাগম হয়েছিল যন্তরমন্তরে।

.