এবার ড্রাইভিং লাইসেন্স পেতেও লাগবে আধার নম্বর!

আগেই প্যানকার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রেলের টিকিট কাটা...প্রতিটি ক্ষেত্রেই আধার কার্ডকে বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। আর এবার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও বাধ্যতামূলক হতে চলেছে আধার কার্ড। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র।

Updated By: Mar 26, 2017, 11:51 AM IST
এবার ড্রাইভিং লাইসেন্স পেতেও লাগবে আধার নম্বর!

ওয়েব ডেস্ক : আগেই প্যানকার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রেলের টিকিট কাটা...প্রতিটি ক্ষেত্রেই আধার কার্ডকে বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। আর এবার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও বাধ্যতামূলক হতে চলেছে আধার কার্ড। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন- এখন থেকে এই কাজে ফেসবুক, টুইটারই নাকি আপনাকে সাহায্য করবে!

লাইসেন্স RENEWAL-এর ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে একাধিক ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে জালিয়াতি হচ্ছে বিভিন্ন জায়গায়। তাই সেই জালিয়াতির প্রভাব রুখতে এই ধরনের উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবর মাস থেকেই চালু হয়ে যাবে নয়া নিয়ম।

.