দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের নামের তালিকা ঘোষণা করে বিপাকে কেজরিওয়াল

দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের নামের তালিকা ঘোষণা করে বিপাকে অরবিন্দ কেজরিওয়াল। রাহুল গান্ধী, চিদম্বরম, সুশীলকুমার শিন্ডে থেকে নীতীন গড়করি। সকলেই রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রীর সেই তালিকায়। রয়েছেন অন্য আরও বেশকয়েকটি দলের নেতামন্ত্রীরা। আজ দিল্লির কনস্টিটিউশন ক্লাবে নিজের তৈরি নামের তালিকা পড়েও শোনান কেজরিওয়াল। লোকসভা ভোটে ওই নেতাদের হারানোর ডাক দেন দিল্লির মুখ্যমন্ত্রী। আর এই তালিকা পড়ে শোনানোর পরই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই, কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বিজেপি। তিনদিনের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে মামলা করবেন বলে জানিয়েছেন নীতীন গড়করি।

Updated By: Jan 31, 2014, 08:07 PM IST

দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের নামের তালিকা ঘোষণা করে বিপাকে অরবিন্দ কেজরিওয়াল। রাহুল গান্ধী, চিদম্বরম, সুশীলকুমার শিন্ডে থেকে নীতীন গড়করি। সকলেই রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রীর সেই তালিকায়। রয়েছেন অন্য আরও বেশকয়েকটি দলের নেতামন্ত্রীরা। আজ দিল্লির কনস্টিটিউশন ক্লাবে নিজের তৈরি নামের তালিকা পড়েও শোনান কেজরিওয়াল। লোকসভা ভোটে ওই নেতাদের হারানোর ডাক দেন দিল্লির মুখ্যমন্ত্রী। আর এই তালিকা পড়ে শোনানোর পরই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই, কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বিজেপি। তিনদিনের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে মামলা করবেন বলে জানিয়েছেন নীতীন গড়করি।

তালিকা তৈরি করলেই কেউ দুর্নীতিগ্রস্ত হয়ে যান না। নীতীন গড়করির বিরুদ্ধে কোনও অভিযোগই এখনও প্রমাণিত হয়নি। তাই কেজরিওয়ালের তালিকা নিয়ে উদ্বেগের কিছুই হয়নি। বললেন বিজেপি নেতা হর্ষবর্ধন। একই সঙ্গে তাঁর কটাক্ষ, কংগ্রেসের নেতা মন্ত্রীদের নাম দুর্নীতিগ্রস্তদের তালিকায় রেখেও কংগ্রেসের হাত ধরেই সরকার টিকিয়ে রেখেছে আপ।

দিল্লির মুখ্যমন্ত্রী নিজেই নিজেকে নৈরাজ্যবাদী বলেন। তাই তাঁর করা দুর্নীতিগ্রস্তদের তালিকা নিয়ে চিন্তার কিছুই নেই। এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি। কেজরিওয়লদের সঙ্গে কংগ্রেসের যে মনের মিল নেই, তাও আজ স্পষ্ট করে দিয়েছেন তিনি।

.