পুণে বিস্ফোরণের গ্রেফতার আরও এক সন্দেহভাজন

পুণে ধারাবাহিক বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার করা হল আরও এক সন্দেহভাজনকে। গতকাল হায়দরাবাদ থেকে মকবুল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। ধৃত মকবুল ইন্ডিয়ান মুসলিম মোহামাদি মুজাহিদ্দিন বা আইএমএমএম-র সদস্য।

Updated By: Oct 26, 2012, 08:50 PM IST

পুণে ধারাবাহিক বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার করা হল আরও এক সন্দেহভাজনকে। গতকাল হায়দরাবাদ থেকে মকবুল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। ধৃত মকবুল ইন্ডিয়ান মুসলিম মোহামাদি মুজাহিদ্দিন বা আইএমএমএম-র সদস্য।
মকবুলকে নিয়ে এখনও পর্যন্ত পুণে বিস্ফোরণ কাণ্ডে মোট ৫জনকে গ্রেফতার করল পুলিস। চলতি বছরের পয়লা অগাস্ট পুণের জংলি মহারাজ রোড সংলগ্ন এলাকায় পর পর চারটি বিস্ফোরণ ঘটে। পুলিস জানিয়েছে, ওইদিনের বিস্ফোরণে ব্যবহৃত আইইডি তৈরির দায়িত্ব ছিল মকবুলের ওপর।
এরআগে, অগাস্টের ১৭ তারিখ জয়পুর থেকে পুণে বিস্ফোরণ কাণ্ডের আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিস। এঘটনার আরও এক সন্দেহভাজন রাজু ভাইয়ের খোঁজে তল্লাসি জোরদার পুলিস। তার বিরুদ্ধে পুণে বিস্ফোরণের মূল তিন অভিযুক্তকে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। 

.