Covid পরিস্থিতিতে রদবদল হল ভোটের কিছু নিয়মকানুনে, জেনে নিন

ভোটগ্রহণ করা হবে অতিরিক্ত ১ ঘণ্টা। বিকেল ৫টার পরিবর্তে ভোট নেওয়া হবে ৬টা পর্যন্ত

Updated By: Feb 26, 2021, 07:37 PM IST
Covid পরিস্থিতিতে রদবদল হল ভোটের কিছু নিয়মকানুনে, জেনে নিন

নিজস্ব প্রতিবেদন: দেশের ৪ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। তামিলনাড়ু, পুদুচেরি, কেরলে এক দফায় ভোটগ্রহণ হলেও অসমে ৩ দফায় ও পশ্চিমবঙ্গে ভোট নেওয়া হবে মোট ৮ দফায়। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভোটের নিয়মকানুনে বেশকিছু রদবদল করল নির্বাচন কমিশন।

আরও পড়ুন-যদি কিছুক্ষণের জন্যও আসেন, বুদ্ধদেবকে ব্রিগেডে পেতে আকুল সিপিআইএম

করোনা পরিস্থিতিতে লোকসমাগম কম করতে বাড়ানো হয়েছে প্রায় ৩০ শতাংশ বুথ।  বিহারেও এই ব্যবস্থা করেছিল কমিশন। বুথ বাড়ায় স্বাভাবিকভাবেই বাড়ছে ভোটকর্মীর সংখ্যা। পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা ৭৭,৪১৩ থেকে বাড়িয়ে করা হচ্ছে ১,০১,৯১৬।

বাড়ি বাড়ি প্রচার ৫ জনের বেশি নয়। ওই ৫ জনের মধ্যেই ধরা হয়েছে প্রার্থীকে।

রোড শো-এর(Road Show) ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে ৫টি গাড়িকে।

প্রার্থীর নমিনেশন জমা দিতে পারবেন অনলাইনে। প্রার্থী নিজে গিয়ে নমিনেশন জমা দিলে তাঁর সঙ্গে যেতে পারবেন মাত্র ২ জন।

আরও পড়ুন-বামেদের থেকে পছন্দের ৩০টি আসন পেয়েছে ISF, রবিবার বাম-কংগ্রেস ব্রিগেডে বক্তা আব্বাস

ভোটকর্মীদের নিতে হবে করোনা টিকা।

ভোটগ্রহণ করা হবে অতিরিক্ত ১ ঘণ্টা। বিকেল ৫টার পরিবর্তে ভোট নেওয়া হবে ৬টা পর্যন্ত।

বুথে বুথে থাকবে সিসিটিভি ক্যামেরা(CCTV Camera)।

বয়স্ক মানুষদের কথা মাথায় রেখে বুথ করা হবে একতলায়।

আশি বছরের বেশি বয়সের ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের(Postal Ballot) ব্যবস্থা।

.