বামেদের থেকে পছন্দের ৩০টি আসন পেয়েছে ISF, রবিবার বাম-কংগ্রেস ব্রিগেডে বক্তা আব্বাস

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেডে থাকবেন আব্বাস সিদ্দিকি। শুক্রবার নিজেই একথা জানিয়েছেন আইএসএফ প্রধান। 

Updated By: Feb 26, 2021, 04:40 PM IST
বামেদের থেকে পছন্দের ৩০টি আসন পেয়েছে ISF, রবিবার বাম-কংগ্রেস ব্রিগেডে বক্তা আব্বাস
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: বামেদের (CPM) সঙ্গে আসন সমঝোতা হয়ে গিয়েছে। পছন্দের ৩০টি আসন পেয়েছে আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF)। তবে নন্দীগ্রামের (Nandigram) আসন চাই বলে স্পষ্ট জানিয়েছেন আব্বাস সিদ্দিকি। দোরগড়ায় বিধানসভা নির্বাচন (2021 Assembly election)। বাম-কংগ্রেসের-ISF জোটে ভর করেই ভোটের ময়দানে নামতে পারে বাম কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ISF ৩০টা আসন পাওয়ার পর আরও ৪-৫ টা আসন নিয়ে কথা চলছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি (February) বামেদের ব্রিগেডে (CPM Bridged) থাকবেন আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)। শুক্রবার নিজেই একথা জানিয়েছেন আইএসএফ (ISF) প্রধান। 

রবিবারের ব্রিগেডে বক্তব্য রাখবেন আব্বাস। এ নিয়ে আব্বাস সিদ্দিকি জানিয়েছেন, 'এ ক্ষেত্রে ভোট ভাগ যাতে না হয় তার জন্য আলোচনা চলছে। ব্রিগেডে জনসভা করার চিন্তাভাবনা ছিল আমাদের। বামেরা বলল একটা প্লাটফর্ম করি। আমিও চিন্তা করলাম বড় জায়গায় আসা দরকার। আগামী দিনে বাংলার স্বার্থে সবাইকে আহ্বান করছি আপনারা আসবেন।' 

আরও পড়ুন: 'বেসুরো' সিদ্দিকুল্লা? মঙ্গলকোট থেকে দাঁড়াতে নারাজ, জানালেন মমতাকে

তবে বামেদের সঙ্গে আসনরফা চূড়ান্ত হলেও কংগ্রেসের (Congrass) সঙ্গে আসন নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ প্রসঙ্গে আব্বাস জানান, 'আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে সমঝোতা এখনও চূড়ান্ত নয়। এই নিয়ে চলছে আলোচনা। রাজ্যজুড়ে ৭০ থেকে ৮০ টি আসনে প্রার্থী দিতে চায় ISF।'

তবে জোটের আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। তার আগে দফায় দফায় বৈঠক করছে এই দলগুলির শীর্ষ নেতৃত্ব। মালদহ এবং মুর্শিদাবাদের আসন নিয়ে এখনও আলোচনা করছে ইন্ডিয়ান সেকুলান ফ্রন্ট এবং কংগ্রেস। কিন্তু এই পরিস্থিতিতে আব্বাস স্পষ্ট জানালেন, পছন্দের ৩০ আসন পেয়েছে তারা। তবে নির্বাচনে কোন কোন আসনে প্রার্থী দিতে চলেছে তাঁর দল, সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

.