আগামীকাল খোলা থাকছে ব্যাঙ্ক

মার্চ মাসের শেষ সপ্তাহ। এইসময়ে ব্যাঙ্কগুলিতে বিস্তর চাপ। ইয়ার এন্ডিং ফাইলিং থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফে সব ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হল, সব ছুটি বাতিল করে ১ এপ্রিল পর্যন্ত সব ব্যাঙ্ক খোলা রাখতে।

Updated By: Mar 25, 2017, 06:22 PM IST
আগামীকাল খোলা থাকছে ব্যাঙ্ক

ওয়েব ডেস্ক : মার্চ মাসের শেষ সপ্তাহ। এইসময়ে ব্যাঙ্কগুলিতে বিস্তর চাপ। ইয়ার এন্ডিং ফাইলিং থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফে সব ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হল, সব ছুটি বাতিল করে ১ এপ্রিল পর্যন্ত সব ব্যাঙ্ক খোলা রাখতে।

ট্যাক্স কালেকশন, বিভিন্ন সরকারি রিসিপ্ট ও পেমেন্টের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই এই সিদ্ধান্ত বলে RBI সূত্রে খবর। এক নির্দেশিকায় বলা হয়েছে, ২৫ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পূর্ণ সময় খোলা থাকবে সব পাবলিক ও প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক। বিশেষ করে সরকারের সঙ্গে যে শাখাগুলি কাজ করে। সেখানে শনিবার, রবিবার ও পাবলিক হলিডে-র ছুটি বাতিল। এর ফলে আজকের পাশাপাশি বাতিল হচ্ছে ব্যাঙ্কগুলির আগামীকালের ছুটিও। তবে কোনও গ্রাহক পরিষেবা জারি থাকবে না।

আরও পড়ুন, কীভাবে আপনার প্যান কার্ডটি আধারের সঙ্গে লিংক করবেন, জেনে নিন

.