দল ও কেন্দ্রীয় মন্ত্রিসভায় আরও বড় দায়িত্বে রাহুল?

দলের অভ্যন্তরে রাহুল গান্ধীর আরও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ ও কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁকে সামিল করা নিয়ে কংগ্রেসের মধ্যে দাবি জোরালো হচ্ছে।

Updated By: Jul 27, 2012, 07:10 PM IST

দলের অভ্যন্তরে রাহুল গান্ধীর আরও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ ও কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁকে সামিল করা নিয়ে কংগ্রেসের মধ্যে দাবি জোরালো হচ্ছে। বৃহস্পতিবার, দশ জন দলীয় সাংসদ সোনিয়া গান্ধীকে একটি চিঠি দিয়েছেন। প্রণব মুখোপাধ্যায়ের অনুপস্থিতিতে রাহুল গান্ধীকে কংগ্রেসের লোকসভার নেতা নির্বাচিত করার জন্য ওই চিঠিতে দাবি জানানো হয়েছে। সোনিয়া গান্ধীর পুত্রকে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশনের পদ দেওয়া হতে পারে বলেও দলের অন্দরে খবর। পাশাপাশি, রাহুল গান্ধীর  কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগদানের সম্ভাবনা নিয়েও চলছে জল্পনা। দ্বিগিজয় সিং, সলমন খুরশিদের মতো কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে অনেকেই চাইছেন মন্ত্রিসভায় যোগ দিন রাহুল। দুহাজার চোদ্দোয় কংগ্রেস সরকার গড়লে প্রধানমন্ত্রিত্বের অন্যতম দাবিদার রাহুল গান্ধী। সেক্ষেত্রে, এখনই কেন্দ্রীয় মন্ত্রিসভায় সামিল হলে তিনি প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করার সময় পাবেন বলে যুক্তি দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে, রাহুল গান্ধী নিজেই জানিয়েছিলেন, দল ও সরকারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য তিনি তৈরি। তারপর থেকেই তাঁকে নিয়ে দিল্লির রাজনৈতিক মহলে আরও জোরালো হয়েছে জল্পনা।   

.