রামচন্দ্রকে নোটিস পাঠাল বিজেপি

Updated By: Sep 11, 2017, 09:37 PM IST
রামচন্দ্রকে নোটিস পাঠাল বিজেপি

ওয়েব ডেস্ক: সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যার ঘটনার সঙ্গে বিজেপি এবং আরএসএস-কে যুক্ত করায় এবার আইনি নোটিস পেলেন প্রখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে স্বনামধন্য সাংবাদিক পি লঙ্কেশের কন্যা সাংবাদিক গৌরি লঙ্কেশের খুনের ঘটনার জন্য সরাসরি বিজেপি তথা গেরুয়া বাহিনীকে অভিযুক্ত না করলেও তাদের শাসনে তৈরি হওয়া ঘৃণা ও সন্দেহের পরিবেশকেই দায়ী করেছিলেন রামচন্দ্র গুহ। তিনি আরও দাবি করেছিলেন, গৌরীর ঘাতকরা নিশ্চিতভাবেই বিজেপি-আরএসএসের আদর্শ এবং নেতৃত্ব দ্বারা প্রভাবিত। কিন্তু এ ঘটনায় হত্যাকারীদের পরিচয় সম্পর্কে এখনও কিছু সামনে না আসা সত্বেও ঐতিহাসিকের এমন 'আলটপকা মন্তব্যে'র জন্যই তাঁকে আইনি নোটিস পাঠাল বিজেপি।

আরও পড়ুন- 'গৌরী লঙ্কেশ হয়ে যেতে পারেন', কেরলের হিন্দু নেত্রীর হুমকির মুখে 'ধর্মনিরপেক্ষ কলম'

উল্লেখ্য, গৌরী লঙ্কেশের ঘাতকদের পরিচয় নিয়ে স্পষ্টতই দ্বিধা বিভক্ত তাঁর ভাই ইন্দ্রজিত্ ও বোন কবিতা। একদিকে, কন্নড় ছবির পরিচালক ইন্দ্রজিত্ মনে করেন, তাঁর দিদিকে হত্যা করেছে মাওবাদীরা। কিন্তু দাদার এমন মত একেবারেই  মানছেন না কবিতা।

.