বিদ্যুত্‍হীন বাণিজ্য নগরী

মঙ্গলবার সকাল থেকে বাণিজ্যনগরী বিদ্যুত্হীন। আজ সকালে টাটা পাওয়ারের ট্রোমবে ইলেকট্রিসিটি ইউনিটের একটি অংশ সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। ফলে পারেল,মহালক্ষ্মী,ধারাভি,চেম্বুর, গ্র্যান্ডরোড সহ মুম্বইয়ের বেশিরভাগ অঞ্চলে বিদ্যুত্‍হীন হয়ে যায়। সপ্তাহের ব্যস্ততম সময়ে শহর বিদ্যুত্‍হীন হয়ে যাওয়ায় জীবনযাত্রা ব্যাহত হয়, সমস্যায় পড়েন সাধারণ মানুষ।

Updated By: Sep 2, 2014, 07:46 PM IST
বিদ্যুত্‍হীন বাণিজ্য নগরী

ওয়েব ডেস্ক: মঙ্গলবার সকাল থেকে বাণিজ্যনগরী বিদ্যুত্হীন। আজ সকালে টাটা পাওয়ারের ট্রোমবে ইলেকট্রিসিটি ইউনিটের একটি অংশ সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। ফলে পারেল, মহালক্ষ্মী, ধারাভি,চেম্বুর, গ্র্যান্ডরোড সহ মুম্বইয়ের বেশিরভাগ অঞ্চলে বিদ্যুত্‍হীন হয়ে যায়। সপ্তাহের ব্যস্ততম সময়ে শহর বিদ্যুত্‍হীন হয়ে যাওয়ায় জীবনযাত্রা ব্যাহত হয়, সমস্যায় পড়েন সাধারণ মানুষ।

মুম্বই স্টক এক্সচেঞ্জের অফিসেও বিদ্যুত্‍ ছিল না। তবে বিকল্প পদ্ধতি থাকায় ট্রেডিংয়ে অসুবিধা হয়নি। বিদ্যুত্‍ সমস্যার জন্য বেশ কিছু শ্যুটিং বাতিল করা হয়। সন্ধ্যার দিকে দেখা যায় মুম্বইয়ের বেশ কয়েকটি জায়গা অন্ধকারে, অফিস অন্ধকারে।

সকাল পৌনে দশটা থেকে এই পাওয়ার অফ শুরু হয়েছে। দুপুর ৩টের দিকে মুম্বইয়ের মাত্র ৪০ শতাংশ জায়গায় বিদ্যুত্‍ এসেছে।

মাহিন্দ্রা কর্তা আনন্দ মাহিন্দ্রার টুইট

 

.