BSF Hands over Pak Boy: কাঁটাতারের বেড়ার কাছে দাঁড়িয়ে অঝোরে কাঁদছিল পাক শিশু, বাবার হাতে তুলে দিল বিএসএফ

শিশুটিকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে পাকিস্তানি রেঞ্জারকে খবর দেয় বিএসএফ

Updated By: Jul 2, 2022, 12:50 PM IST
BSF Hands over Pak Boy: কাঁটাতারের বেড়ার কাছে দাঁড়িয়ে অঝোরে কাঁদছিল পাক শিশু, বাবার হাতে তুলে দিল বিএসএফ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই দাদুর সঙ্গে দেখা করতে কোচবিহারে সীমান্ত পার করে ভারতে চলে এসেছিল এক বাংলাদেশি কিশোর। ফেরার পথে সে ধরা পড়ে যায়। এবার ভারত-পাক সীমান্তের ফিরোজপুরে বিএসএফের নজরে এল এক পাক শিশু।

শুক্রবার ফিরোজপুরে ভারত-পাক সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে দাঁড়িয়ে অঝোরে কান্নাকাটি করছিল বছর তিনেকের এক পাকিস্তানি শিশু।  তখন  সন্ধে হয়ে গিয়েছিল। ফলে তার বাড়ি কোন দিকে তা ঠাহর করতে পারেনি। তার মুখে শুধু বাবার কথা। কোনও ঠিকানা বা বাড়ি কিছুই সে বলতে পারছিল না সে।

শিশুটিকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে পাকিস্তানি রেঞ্জারকে খবর দেয় বিএসএফ। একটি ফ্ল্যাগ মিটিংয়ের আয়োজন করা হয়। পাক রেঞ্জারদের সহায়তার খুঁজে বের করা হয় শিশুটির বাবাকে। পরে তাকে তুলে দেওয়া হয় তার বাবার হাতে।

আরও পড়ুন-সুইমিং পুলে ডুবে মৃত্যু ৯ বছরের খুদের, কড়া পদক্ষেপ প্রশাসনের 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.