প্রকাশিত হল CBSE-র দশম শ্রেণির ফলাফল, পাশের হার বেশি ছাত্রীদের

পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট দেখতে পারবেন cbse.nic.in, www.results.nic.in ও  www.cbseresults.nic.in সাইটে থেকে

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Jul 15, 2020, 05:39 PM IST
প্রকাশিত হল CBSE-র দশম শ্রেণির ফলাফল, পাশের হার বেশি ছাত্রীদের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: অবশেষে প্রকাশিত হল CBSE-র দশম শ্রেণির বোর্ডের ২০২০ সালের পরীক্ষার ফলাফল। গত বছরের তুলনায় এবছর পাশের হার সামান্য বাড়ল। এবার পাশ করেছেন ৯১.৪৬ শতাংশ পরীক্ষার্থী। গত বছরের তুলনায় .৩৯ শতাংশ বেশি।

আরও পড়ুন-পাইলটের পাল্টি! বিজেপিতে যাচ্ছি না, গান্ধীদের সামনে বদনাম করার চক্রান্ত বললেন সচিন

ফলাফল প্রকাশিত হয়েছে বোর্ডের ওয়েবসাইটে। পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট দেখতে পারবেন cbse.nic.in, www.results.nic.in ও  www.cbseresults.nic.in সাইটে থেকে।

এবছর দশম শ্রেণির পরীক্ষায় বসেছিলেন ১৮,৭৩,০১৫ পরীক্ষার্থী। এদের মধ্যে পাশ করেছেন ১৭,১৩,১২১ জন। এবার মেয়েদের পাশের হার ছেলেদের থেকে বেশি। ছাত্রীরা পাশ করেছেন ৯৩.৩১ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাশের হার ৯০.১৪ শতাংশ। ৯৫ শতাংশের বেশি মার্কস পেয়েছেন ৪১,৮০৪ জন। 
ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ডা রমেশ পেখরিওয়াল।

আরও পড়ুন-করোনা রোগীর ওষুধের বোঝা চাপানো যাবে না পরিবারের ঘাড়ে! নির্দেশিকা জারি রাজ্যের

এবার ভালো ফল করেছে তিরুঅনন্তপুরম, চেন্নাই ও বেঙ্গালুরু জোন। তিরুঅনন্তপুরমে পাশ করেছেন ৯৯.২৮ শতাংশ পরীক্ষার্থী। বোর্ডের তরফে জানানো হয়েছে যেসব পরীক্ষা নেওয়া যায়নি সেইসব বিষয়ে অন্যান্য তিনটি বেশি নম্বরের গড় কষে দেওয়া হয়েছে। যেসব পরীক্ষার্থী একটি বা দুটি বিষয়ে ফেল করেছে তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারেবেন। এর কোনও তারিখ এখনও জানানো হয়নি।

.