বেসরকারি সংস্থাকে 'লিজে' লালকেল্লা, কংগ্রেসের অভিযোগ ওড়ালেন মহেশ শর্মা

হেরিটেজ লালকেল্লার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হল ডালমিয়া গ্রুপকে।   

Updated By: Apr 28, 2018, 07:26 PM IST
বেসরকারি সংস্থাকে 'লিজে' লালকেল্লা, কংগ্রেসের অভিযোগ ওড়ালেন মহেশ শর্মা

নিজস্ব প্রতিবেদন: পর্যটনের উন্নয়নের দিল্লির ঐতিহাসিক লালকেল্লাকে 'লিজ'-এ বেসরকারি সংস্থার হাতে দিয়েছে মোদী সরকার। এই অভিযোগে সরব হল কংগ্রেস। তাদের দাবি, রাষ্ট্রের সম্পত্তি বেচে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেসের অভিযোগ উড়িয়ে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী কেজে আলফোনসের ব্যাখ্যা, ঐতিহাসিকস্থল সংরক্ষণে উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে। ব্যবসায়িক লাভের জন্য এটা করা হয়নি বলে দাবি করেছেন কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী মহেশ শর্মা।   

'Adopt a Heritage' প্রকল্পে ডালমিয়া ভারত লিমিটেড গ্রুপ ও পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের সঙ্গে মউ স্বাক্ষর করেছে ভারত সরকার। মউ অনুযায়ী, দিল্লির লালকেল্লা ও অন্ধ্রপ্রদেশের গান্ডিকোটা দুর্গের রক্ষণাবেক্ষণের ভার নিয়েছে ওই বেসরকারি সংস্থা। আগামী ৫ বছর সৌধদু'টির দেখাশোনা করবে ডালমিয়া ভারত লিমিটেড গ্রুপ। এই প্রকল্পে পর্যটনের উন্নতির লক্ষ্যে আলোকসজ্জা, সৌন্দর্যায়ন করবে তারা। এর পাশাপাশি পানীয় জল, পরিষ্কার-পরিচ্ছন্নতায় নজর দেবে তারা। এজন্য প্রতিবছর পাঁচ কোটি টাকার বেশি খরচ ধরা হয়েছে। 

এই প্রকল্প নিয়ে বিজেপিকে খোঁচা দিয়ে অনলাইন ভোটিংয়ের ব্যবস্থা করেছে কংগ্রেসের। চারটি বিকল্প দিয়ে টুইটারে তারা লিখেছে, ''ডালমিয়া গ্রুপকে লালকেল্লা দেওয়ার পর আর কোন কোন কোন হেরিটেজ বেসরকারি হাতে তুলে দিতে পারে বিজেপি? সংসদ, লোককল্যাণ মার্গ, সুপ্রিম কোর্ট নাকি সবগুলিই।'' 

কেন্দ্রের সিদ্ধান্তের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী বলেন, ''ঐতিহাসিক স্থলগুলির সংরক্ষণ, সৌন্দর্যায়নের লক্ষ্যে এটি দারুণ সিদ্ধান্ত।'' সংস্কৃতি প্রতিমন্ত্রী মহেশ শর্মার কথায়, ''পর্যটনের উন্নতির লক্ষ্যে এই পদক্ষেপ। এর নেপথ্যে ব্যবসায়িক লাভ নেই।''   

আরও পড়ুন- নির্ভুল যন্ত্র প্রমাণে সদ্যোজাতের লিঙ্গচ্ছেদ করলেন হাতুড়ে চিকিত্সক

.