লোকপাল নিয়ে সংঘাতে কংগ্রেস

লোকপাল বিল নিয়ে বিরোধীদের অনেক কিছুই বলার থাকতে পারে। তবে মহিলা বিলের মতো লোকপাল বিল নিয়েও দল যে লড়তে প্রস্তুত, তা সংসদীয় দলের বৈঠকে জানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আজ সকালে লোকপাল বিল নিয়ে কংগ্রেসের সংসদীয় কমিটির বৈঠক বসে।

Updated By: Dec 21, 2011, 01:06 PM IST

লোকপাল বিল নিয়ে বিরোধীদের অনেক কিছুই বলার থাকতে পারে। তবে মহিলা বিলের মতো লোকপাল বিল নিয়েও দল যে লড়তে প্রস্তুত, তা সংসদীয় দলের বৈঠকে জানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আজ সকালে লোকপাল বিল নিয়ে কংগ্রেসের সংসদীয় কমিটির বৈঠক বসে। সেই বৈঠকে সাংসদদের সোনিয়া গান্ধী জানান, বিরোধীরা সব সময় সংসদের অধিবেশন বানচাল করতে চান। কিন্তু লোকপাল নিয়ে সরকারের প্রস্তাব বিরোধী এবং আন্না শিবিরের মনে নেওয়া উচিত বলেই মনে করেন তিনি। কংগ্রেস সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিবল বলেন, দুর্নীতির বিপক্ষেই কংগ্রেস। দল এবং সরকার একটাই মঞ্চ এবং সেই মঞ্চ থেকে লড়াই চালানো হয় বলে জানান তিনি।

.