লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে রাজি নয় প্রদেশ কংগ্রেস

লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে কোনওভাবেই সমঝোতা নয়। এআইসিসির বৈঠকে এই দাবিই তুললেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তাঁদের মতে, তৃণমূলের সঙ্গে জোটে গেলে এরাজ্যে দলের সংগঠন ধরে রাখা কঠিন হবে। জোট রোখার দাবিতে, কংগ্রেস নেতা কর্মীদের সই সহ একটি চিঠি শনিবার রাহুল গান্ধীর হাতে তুলে দেবেন প্রদেশ কংগ্রেস নেতারা।

Updated By: Jan 18, 2014, 11:28 AM IST

লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে কোনওভাবেই সমঝোতা নয়। এআইসিসির বৈঠকে এই দাবিই তুললেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তাঁদের মতে, তৃণমূলের সঙ্গে জোটে গেলে এরাজ্যে দলের সংগঠন ধরে রাখা কঠিন হবে। জোট রোখার দাবিতে, কংগ্রেস নেতা কর্মীদের সই সহ একটি চিঠি শনিবার রাহুল গান্ধীর হাতে তুলে দেবেন প্রদেশ কংগ্রেস নেতারা।

জোট ভেঙেছে আগেই। কেন্দ্রে কংগ্রেসের সঙ্গ ছেড়ে বেরিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরাজ্যেও জোট ভেঙে বেরিয়ে এসেছে কংগ্রেস। লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে আর জোটে রাজি নন প্রদেশ কংগ্রেস নেতারা। এআইসিসির গুরুত্বপূর্ণ অধিবেশনেও সেই দাবি তুলেছেন তাঁরা।

তবে ভোটের পর জোট তৈরির সম্ভাবনা নিয়ে এখনই ভাবতে নারাজ প্রদেশ নেতারা। রাজ্যে নিজেদের সংগঠনের কথা মাথায় রেখেই তাদের আপত্তি শুধুমাত্র প্রাক নির্বাচনী জোটে। পোস্টপোল নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু ভোটের আগে। জোট না করার দাবি নিয়ে শনিবার রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করবেন এরাজ্যের কংগ্রেস নেতারা।

.