কংগ্রেসের সঙ্গে জোট প্রশ্নে সীতারামের পাশে শরিক সিপিআই
নাম না নিয়েই কংগ্রেসের সঙ্গে নির্বাচনী আঁতাঁতের পক্ষে সওয়াল সিপিআইয়ের।
নিজস্ব প্রতিবেদন: কংগ্রেসের সঙ্গে জোট প্রশ্ন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির পাশেই শরিক সিপিআই। কংগ্রেসের নাম উল্লেখ না করেই জোটের সওয়াল করল সিপিআই নেতৃত্ব। তাদের বক্তব্য, সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে হঠানোই লক্ষ্য হওয়া উচিত।
সাম্প্রদায়িক শক্তিকে ঠেকাতে কংগ্রেসের সঙ্গে জোটের প্রস্তাব দিয়েছিলেন সীতারাম ইয়েচুরি। তবে ভোটাভুটিতে খারিজ হয়ে যায় সেই প্রস্তাব। ইয়েচুরি যে যুক্তি দিয়েছিলেন, খানিকটা সেই সুরই সিপিআইয়ের গলায়। তাদের বক্তব্য, 'নির্বাচনে লড়াই করলে নির্বাচনী কৌশল থাকা প্রয়োজন। রাজনৈতিক শক্তি ও প্রেক্ষাপট বিচার করে কৌশল স্থির করতে হয়। বাম গণতান্ত্রিক জোটকে বিকল্প হিসেবে তুলে ধরার সঙ্গে দলের প্রতিনিধিত্বও বাড়াতে হবে।'
আরও পড়ুন- কেন্দ্রের সিদ্ধান্তে বিশ বাঁও জলে বিশ্বভারতীর স্থায়ী উপাচার্যলাভ
উল্লেখ্য, এদিন ত্রিপুরায় কংগ্রেসের প্রসঙ্গ তুলে সিপিএমকে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তাঁর কথায়,''২৫ বছর ধরে ত্রিপুরায় কোনও পরিবর্তন হয়নি। কারণ বামেদের সরানোর চেষ্টাই করেনি কংগ্রেস। এখানে কুস্তি হলেও দিল্লিতে দোস্তি।''