দিল্লি বিক্ষোভে কনস্টেবলের মৃত্যুর তদন্ত করবে ক্রাইম ব্রাঞ্চ

দিল্লি গণধর্ষণের বিক্ষোভে আহত পুলিসকর্মীর মৃত্যুর তদন্ত করবে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। পুলিস কনস্টেবল সুভাষ চাঁদ তোমারের মৃত্যু ঘিরে শুরু হওয়া বিতর্কের জেরে বিষয়টি নিয়ে পুলিস কমিশনরকে তদন্তের নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক।

Updated By: Dec 26, 2012, 12:43 PM IST

দিল্লি গণধর্ষণের বিক্ষোভে আহত পুলিসকর্মীর মৃত্যুর তদন্ত করবে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। পুলিস কনস্টেবল সুভাষ চাঁদ তোমারের মৃত্যু ঘিরে শুরু হওয়া বিতর্কের জেরে বিষয়টি নিয়ে পুলিস কমিশনরকে তদন্তের নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক।
রবিবার দিল্লিতে বিক্ষোভ থামাতে গিয়ে আহত হন পুলিস কনস্টেবল সুভাষ চাঁদ তোমার। গতকাল রাম মনোহর লোহিয়া হাসপাতালে মারা যান তিনি। গতকালই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। যদিও, নিজেকে প্রত্যক্ষদর্শী বলে দাবি করা এক ব্যক্তির বয়ানকে কেন্দ্র করে নতুন বিতর্ক দানা বেধেছে। যোগেন্দ্র নামে ওই ব্যক্তি এক বৈদ্যুতিন মাধ্যমে দাবি করেন, সুভাষচন্দ তোমারকে মোটেও মারধর করা হয়নি। বরং রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাত্ই অসুস্থ হয়ে পড়ে যান তিনি। যদিও পুলিসের দাবি, বিক্ষোভকারীদের মারধরে গুরুতর আহত হয়েই মারা যান সুভাষ চাঁদ তোমার।
এই ঘটনায় এখনও পর্যন্ত আট জনকে গ্রেফতারও করেছে পুলিস।
অন্যদিকে, গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত অভিযোগ করেন, নির্যাতিতার বয়ান রেকর্ডের সময় এসডিএম উষা চতুর্বেদির ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন দিল্লি পুলিসের অফিসাররা। এই অভিযোগেরও তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে।

.