দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে গেরুয়া ঝড়, তিনটি পদে জয়লাভ এবিভিপি-র
সভাপতি, সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক- এই তিনটি পদেই জিতেছেন এবিভিপি-র প্রার্থীরা।
নিজস্ব প্রতিবেদন: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে শীর্ষ তিনটি পদই দখল করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সভাপতি, সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক- এই তিনটি পদেই জিতেছেন এবিভিপি-র প্রার্থীরা। সম্পাদক পদে জিতেঠেন এনএসইউআই প্রার্থী।
সংবাদ সংস্থা এএনআই-এর দাবি, দিল্লি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র সংসদের ভোটে সভাপতি পদে এবিভিপি-র অঙ্কিভ বাসোয়া, সহ-সভাপতি পদে শক্তি সিং ও যুগ্ম সম্পাদক পদে জ্যোতি চৌধুরী জয়লাভ করেছেন। এনএসইউআই-এর আকাশ চৌধুরী জিতেছেন সম্পাদক পদে।
The Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) won three posts including that of President, whereas National Students' Union of India (NSUI) managed to get one post in the Delhi University Student Union (DUSU) 2018 elections
Read @ANI Story | https://t.co/FOZHjsj3RN pic.twitter.com/arJ5ANnRc8
— ANI Digital (@ani_digital) September 13, 2018
সভাপতি পদে এবিভিপি-র অঙ্কিভ বায়োয়া পেয়েছেন ২০,৪৬৭টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনএসইউআই-এর সানি চিল্লর পেয়েছেন ১৮,৭২৩টি ভোট। ১,৭৪৪টি ভোটে জিতেছেন এবিভিপি-র অঙ্কিভ।
সহ-সভাপতির পদে ২৩,০৪৬টি ভোট পেয়েছেন এবিভিপি-র শক্তি সিং। এনএসইউআই প্রার্থী লীনা পেয়েছেন ১৫,০০০ ভোট। ৮,০৪৬ ভোটের ব্যবধানে নিকটতম প্রার্থীকে মাত দিয়েছেন শক্তি সিং।
সম্পাদক পদে এনএসইউআই-র আকাশ চৌধুরী পেয়েছেন ২০,১৯৮টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী এবিভিপি-র সুধীরের ঝুলিতে এসেছে ১৪,১০৯টি ভোট। ৬,০৮৯টি ভোটে জিতেছেন আকাশ চৌধুরী।
যুগ্ম সম্পাদক পদে এবিভিপি-র জ্যোতি চৌধুরী পেয়েছেন ১৯,৩৫৩টি ভোট। এনএসইউআই-র সৌরভ যাদবকে ৪,৯৭২ ভোটের ব্যবধানে হারিয়েছেন জ্যোতি।
#DUSUElections2018: ABVP candidates Ankiv Basoya, Shakti Singh & Jyoti Choudhary have won the posts of president, vice president & joint secretary respectively. NSUI candidate Akash Choudhary has won the post of secretary. pic.twitter.com/kGF1EGLTXz
— ANI (@ANI) September 13, 2018
ইভিএমে গণ্ডগোলের ঘটনায় প্রতিবাদ শুরু করেন পড়ুয়ারা। ফলে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে ভোটগণনা। অভিযোগ ওঠে, নির্বাচন কমিশনই এই ধরনের ত্রুটিপূর্ণ ইভিএমগুলি সরবরাহ করেছে। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে ওঠে প্রশ্ন। ভোটগণনা স্থগিত করতে চেয়েছিলেন কর্তৃপক্ষ। তবে পরে আবার গণনা শুরু হয়। তাতে জয়জয়কার এবিভিপি প্রার্থীদের।
ইভিএম বিতর্কে প্রধান নির্বাচনী অফিসার জানান, ছাত্র সংসদের নির্বাচনে ব্যবহৃত ভোটযন্ত্রগুলি নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়নি। ব্যক্তিগতভাবে দিল্লি বিশ্ববিদ্যালয় ইভিএমগুলি জোগাড় করেছিল। বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলার পর এব্যাপারে বিস্তারিত জানানো হবে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ফল নিশ্চিতভাবে স্বস্তি দেবে বিজেপিকে। পেট্রোল-ডিজেলে মূল্যবৃদ্ধি, রাফাল বিতর্ক থেকে মালিয়া-জেটলি সাক্ষাত্-একের পর এক ইস্যুতে কোণঠাসা কেন্দ্রের শাসক দল। এই পরিস্থিতিতে যুব সমাজের আস্থা যে তাদের দিকে, তা স্পষ্ট হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ফলাফলে।
আরও পড়ুন- মেট্রো না তদারকির অভাব- মাঝেরহাট বিপর্যয়ে তদন্ত রিপোর্ট পেশ শুক্রবার