বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ বিপুল সম্পত্তি রয়েছে চিদম্বরমের, শীর্ষ আদালতে জানাল ইডি

এ বিষয়ে তাঁদের কাছে নির্দিষ্ট তথ্য-প্রমানও রয়েছে বলে দাবি করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা।

Updated By: Aug 26, 2019, 11:54 AM IST
বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ বিপুল সম্পত্তি রয়েছে চিদম্বরমের, শীর্ষ আদালতে জানাল ইডি

নিজস্ব প্রতিবেদন: আইএনএক্স মিডিয়া আর্থিক দুর্নীতির মামলায় বুধবার রাতেই চিদম্বরমকে গ্রেফতার করেছিল সিবিআই। একই ইস্যুতে প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে মামলা করে ইডি-ও। সোমবার সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলার প্রেক্ষিতে চিদম্বরমের বিশেষ আবেদন নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টে। শুনানির আগেই সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে ইডি জানিয়েছে, চিদম্বরম আর অন্যান্য ষড়যন্ত্রকারীদের অস্ট্রিয়া, আর্জেন্টিনা, গ্রিস, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, মোনাকো, মালয়শিয়া, সিঙ্গাপুর, ফিলিপিনস, শ্রীলঙ্কা ও স্পেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ বিপুল সম্পত্তি রয়েছে। এ বিষয়ে তাঁদের কাছে নির্দিষ্ট তথ্য-প্রমানও রয়েছে বলে দাবি করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা।

আরও পড়ুন: মনমোহন সিংয়ের এসপিজি নিরাপত্তা তুলে নিল কেন্দ্র, থাকবেন সিআরপিএফের প্রহরায়

এ দিকে এই আর্থিক দুর্নীতির মামলায় আইএনএক্স মিডিয়ার দুই প্রধাণ পিটার মুখোপাধ্যায় ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের বয়ান রেকর্ড করেছে ইডি। এই বয়ানে দু’জনেই স্বীকার করেছেন, তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিদম্বরমের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁরা। চিদম্বরম তাঁদের কাছে মোটা টাকা ঘুষ চেয়েছিলেন বলেও দাবি করেন পিটার মুখোপাধ্যায় ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়। তদন্তের স্বার্থে পাঁচটি দেশের কাছে তথ্য চেয়েছে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সুপ্রিম কোর্টে শুনানির আগে ইডির এই হলফনামা অস্বস্তি বাড়াল চিদম্বরম-সহ কেন্দ্রীয় নেতৃত্বের।

.