''নাগাল্যান্ড ভারতের বাইরে, ডেলিভারি হবে না!'' বিতর্কে জড়িয়ে ক্ষমা চাইল Flipkart

ফ্লিপকার্ট-এর এমন বক্তব্য ভাইরাল হতে বেশি সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ার যুগে এমন আলটপকা বক্তব্য রাখার পর ফ্লিপকার্ট-কে রীতিমতো তুলোধনা করা শুরু করেছেন বহু মানুষ।

Updated By: Oct 9, 2020, 11:10 PM IST
''নাগাল্যান্ড ভারতের বাইরে, ডেলিভারি হবে না!'' বিতর্কে জড়িয়ে ক্ষমা চাইল Flipkart

নিজস্ব প্রতিবেদন- নাগাল্যান্ড ভারতের বাইরে। তাই সেখানে ডেলিভারি করা যাবে না। Flipkart-এ বিগ বিলিয়ন ডে-র সেল শুরু হবে কিছুদিনের মধ্যে। এই নিয়ে ফ্লিপকার্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিতে শুরু করেছে। তাই কোহিমার একজন ক্রেতা অভিযোগের সুরে জানিয়েছিলেন, তাঁর রাজ্যে ফ্লিপকার্ট-এর পরিষেবা নেই। তিনি আরও জানান, ই-কমার্স সাইট হিসাবে ফ্লিপকার্ট-এর দেশের প্রতিটি রাজ্যকে সমান বলে বিবেচনা করা উচিত। আর সেই ব্যক্তির অভিযোগের উত্তরে ফ্লিপকার্ট লেখে, ''ক্ষমা করবেন, ভারতের বাইরে আমাদের সঙ্গে যুক্ত বিক্রেতারা পরিষেবা দেন না।'' 

ফ্লিপকার্ট-এর এমন বক্তব্য ভাইরাল হতে বেশি সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ার যুগে এমন আলটপকা বক্তব্য রাখার পর ফ্লিপকার্ট-কে রীতিমতো তুলোধনা করা শুরু করেছেন বহু মানুষ। নাগাল্যান্ডকে ভারতের বাইরে বলে ফ্লিপকার্ট যে ভুল করেছে তার কোনও ক্ষমা নেই বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। ভারত ব্যবসা করার আগে এদেশের ভূগোল, ইতিহাস সম্পর্কে তাদের জানা উচিত ছিল বলেও জানিয়েছেন কোনও ইউজার। এর পর থেকেই ফ্লিপকার্ট-কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম-এর ছড়াছড়ি শুরু হয়েছে। কখনো মজার ছলে, কখনও আবার সিরিয়াস মোড চলছে ফ্লিপকার্ট-এর তুলোধনা।

আরও পড়ুন-  গুজরাটে নিষিদ্ধ গরবা, ১ ঘণ্টার মধ্যে সারতে হবে পুজো, বাড়িতেই উৎসব

ফ্লিপকার্ট অবশ্য এটিকে অনিচ্ছাকৃত ভুল বলে ব্যাখ্যা করেছে। এবং বিনা বাক্য ব্যয়ে এক কথায় ক্ষমা চেয়ে নিয়েছে। তবে তাতে বরফ গলেনি। তবে ফ্লিপকার্ট জানিয়েছে, এমন ভুল আর কখনও হবে না। তারা ভারতের প্রতিটি অংশে ডেলিভারি দিতে বদ্ধপরিকর বলেও জানিয়েছে। 

.