প্রকাশিত হল IIT JEE-র ফল, প্রথম পাঁচকুলার প্রণব গোয়েল

প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স বা আইআইটি জয়েন্ট এন্ট্রান্সের ফল। রবিবার পরীক্ষার ফল প্রকাশ করে আইআইটি। এবার এই প্রবেশিকায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় ১.৫৫ লক্ষ। তার মধ্যে ১৮,১৩৮ জন উত্তীর্ণ হয়েছেন। ১৫ জুন থেকে শুরু হবে আইআইটি ২০১৮-র ভর্তিপ্রক্রিয়া। 

Updated By: Jun 10, 2018, 12:53 PM IST
প্রকাশিত হল IIT JEE-র ফল, প্রথম পাঁচকুলার প্রণব গোয়েল

নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স বা আইআইটি জয়েন্ট এন্ট্রান্সের ফল। রবিবার পরীক্ষার ফল প্রকাশ করে আইআইটি। এবার এই প্রবেশিকায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় ১.৫৫ লক্ষ। তার মধ্যে ১৮,১৩৮ জন উত্তীর্ণ হয়েছেন। ১৫ জুন থেকে শুরু হবে আইআইটি ২০১৮-র ভর্তিপ্রক্রিয়া। 

বর্ষা কি এল? কী বলছে হাওয়া অফিসের বার্তা?

এবার জয়েন্ট এন্ট্রন্স অ্যাডভান্সে প্রথম হয়েছেন হরিয়ানার পঞ্চকুলার প্রণব গোয়েল। মোট ৩৩৭ (পূর্ণমান ৩৬০) পেয়েছেন তিনি। দ্বিতীয় কোটার সহিল জৈন। ৩১৮ পেয়ে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন মিনল পারেখ। 
পশ্চিমবঙ্গ থেকে প্রথম হয়েছেন কলকাতার দেবজ্যোতি কর। দ্বিতীয় অভিনন্দন বসু। তাঁদের সর্বভারতীয় স্থান যথাক্রমে ৯২ ও ১০৪। খড়গপুর ক্ষেত্র থেকে এবার পাশ করেছেন ১,৭৩৬ জন। 

.