সেনাবাহিনীতে সমকামিতা রেওয়াত করা হবে না, সাফ জানালেন সেনাপ্রধান

বিপিন রাওয়াত বলেন, সেনাবাহিনী দেশের আইনের উর্ধ্বে নয়। কিন্তু আমাদের জন্যে কিছু জিনিস বেশ আলাদা

Updated By: Jan 10, 2019, 03:37 PM IST
সেনাবাহিনীতে সমকামিতা রেওয়াত করা হবে না, সাফ জানালেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদন: সমকামিতা নিয়ে এবার মুখ খুললেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।

সুপ্রিম কোর্টের রায়ে সমকামিতা এখন আর অপরাধ নয়। তবে সমকামীদের সেনাবাহিনীতে নিতে চান না সেনাপ্রধান। বৃহস্পতিবার এনিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় সমকামিতা অনুমতি দেওয়া হবে কিনা? সেনাপ্রধান বলেন, ভারতীয় সেনাবাহিনীতে সমকামিতা নিয়ে নিজস্ব আইন রয়েছে। এ জিনিস সেনাবাহিনীতে ঘটতে দেব না।

আরও পড়ুন-দুর্গন্ধে টেকা দায়, খালের জলে মিলল অজ্ঞাতপরিচয় যুবকের দেহ

সেনাবাহিনীর বার্ষিক সাংবাদিক সম্মেলনে বিপিন রাওয়াত বলেন, সেনাবাহিনী দেশের আইনের উর্ধ্বে নয়। কিন্তু যখন কেউ সেনাবাহিনীতে যোগ দেন তখন দেখেন সেনারা যেসব সুবিধা ভোগ করেন তা তাঁরা ভোগ করেন না। আমাদের জন্যে কিছু জিনিস বেশ আলাদা।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের ৫ সদস্যের একটি বেঞ্চে সমকামিতা ফৌজদারি অপরাধ নয় বলে রায় দেয়। সংবিধানের ৩৭৭ ধারা অনুযায়ী সম্মতিতে প্রকৃতিবিরোধী যৌন সম্পর্ককে ফৌজদারি অপরাধ বলে গণ্য করা হতো।

আরও পড়ুন-অযোধ্যা মামলা: শুরুতেই বিতর্ক, সরলেন বিচারপতি ললিত, পিছিয়ে গেল শুনানি

সুপ্রিম কোর্টের ওই রায় সম্পর্কে প্রশ্ন করা হলে বিপিন রাওয়াত বলেন, সেনাবাহিনী বেশকিছু বিষয়ে বেশ প্রাচীনপন্থী। সেনাবাহিনীতে আমরা এ জিনিস চলতে দিতে পারি না।

.