জরুরি খবর, অনলাইন টিকিট বুকিং নিয়মে বদল আনল IRCTC

এখন থেকে সব ট্রেনযাত্রীদের এটা করতেই হবে। এটা না করে কেউ-ই টিকিট বুক করতে পারবেন না।

Updated By: May 12, 2022, 12:28 PM IST
জরুরি খবর, অনলাইন টিকিট বুকিং নিয়মে বদল আনল IRCTC

নিজস্ব প্রতিবেদন : ট্রেনযাত্রীদের জন্য জরুরি ঘোষণা। অনলাইন টিকিট বুকিং নিয়মে বদল আনল IRCTC। টিকিট বুকিং পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে যেসকল যাত্রীরা ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট কাটবেন, তাঁদেরকে তাঁদের ফোন নাম্বার ও ইমেইল আইডি ভেরিফাই করিয়ে নিতে হবে। ভেরিফিকেশন ছাড়া কেউ টিকিট বুক করতে পারবেন না।

কীভাবে ফোন নাম্বার ও ইমেইল আইডি ভেরিফাই করবেন:
১) IRCTC ওয়েবসাইট ও অ্যাপে লগইন করুন।
২) ভেরিকেশন উইন্ডোতে যান।
৩) রেজিস্টার্ড মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিন।
৪) ডানদিকে ভেরিফিকেশন অপশন ও বামদিকে এডিট বাটন আসবে।
৫) যদি আপনি দুটি-ই বা দুটির মধ্যে কোনও একটি বদলাতে চান, তাহলে এডিট বাটনে ক্লিক করুন। নইলে ভেরিফিকেশন অপশনে।
৬) আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি OTP আসবে।
৭) OTP দিন।
৮) ইমেইল আইডি ভেরিফিকেশনের জন্যও একই পদ্ধতি অবলম্বন করুন।

ভেরিফিকেশনের পর এবার কীভাবে টিকিট বুক করবেন:
১) IRCTC পোর্টাল বা অ্যাপে যান।
২) ইউজার নেম ও পাসওয়ার্ড দিন।
৩) সোর্স স্টেশন, ডেস্টিনেশন বা গন্তব্য়, যাত্রার তারিখ ও অন্যান্য তথ্য দিন।
৪) ট্রেন বাছুন।
৫) 'বুক নাউ'-তে ক্লিক করুন।
৬) যাত্রীর নাম, বয়স, লিঙ্গ, পছন্দের বার্থ নির্দিষ্ট জায়গায় লিখুন।
৭) পেমেন্ট অপশনে ক্লিক করুন।
৮) পেমেন্ট মোড বাছুন।
৯) পেমেন্ট সম্পূর্ণ করুন। 

আরও পড়ুন, Golden Chariot: অশনি-র দাপটে সমুদ্রতটে ভেসে এল রহস্যময় 'সোনালি রথ'!

SBI FD: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.