SBI FD: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI

মঙ্গলবার ১০ মে থেকে লাগু হয়েছে ওই নতুন সুদের হার

Updated By: May 10, 2022, 01:43 PM IST
SBI FD: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI

নিজস্ব প্রতিবেদন: একাধিক ফিক্স ডিপোজেট স্কিমে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক(SBI)। তবে আসল কথা হল ২ কোটি টাকা বা তার উপরে এফডি-র ক্ষেত্রে বেড়েছে সুদের হার। মঙ্গলবার ১০ মে থেকে লাগু হয়েছে ওই নতুন সুদের হার। আরও একটি বিষয় হল ৭-৪৫ দিনের ডিপোজিটের ক্ষেত্রেও সুদের হার বাড়ানো হয়নি।

এসবিআই সূত্রে খবর ৪৬-১৪৯ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে মিলবে ৫০ বেসিস পয়েন্ট বেশি রিটার্ন। ১-২ বছরের ডিপোজিটের ক্ষেত্রে মধ্যে মিলবে ৪০ বেসিস পয়েন্ট। ২-৩ বছরের ডিপোজিটের ক্ষেত্রে মিলবে ৬৫ বেসিস পয়েন্ট বেশি রিটার্ন।

নতুন সুদের হার

৭-৪৫ দিন-৩ শতাংশ

৪৬-১৭৯ দিন-৩.৫ শতাংশ

১৮০-২১০ দিন-৩.৫ শতাংশ

২১১ দিন -১ বছর-৩.৭৫ শতাংশ

১-২ বছর-৪ শতাংশ

২-৩ বছর-৪.২৫ শতাংশ

৩-৫ বছর-৪.৫ শতাংশ

৫-১০ বছর-৪.৫ শতাংশ

আরও পড়ুন-Nitin Gadkari: দমকা হাওয়ায় ভেঙেছে ১৭১০ কোটির সেতু! IAS অফিসারের জবাবে তাজ্জব গড়কড়ী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.