বোতাম টিপলেই ভোট পড়ছে পদ্মে, কর্ণাটকে ইভিএম কারচুপির অভিযোগ কংগ্রেসের

ইভিএম কারচুপির অভিযোগ করলেন কংগ্রেস নেতা ব্রিজেশ কালাপ্পা। 

Updated By: May 12, 2018, 05:35 PM IST
বোতাম টিপলেই ভোট পড়ছে পদ্মে, কর্ণাটকে ইভিএম কারচুপির অভিযোগ কংগ্রেসের

নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে ইভিএমে কারচুপির অভিযোগ করলেন কংগ্রেস নেতা ব্রিজেশ কালাপ্পা। তাঁর অভিযোগ, যে কোন বোতাম টিপলেই ভোট পড়ছে পদ্ম চিহ্নে। প্রসঙ্গত, দুপুর তিনটে পর্যন্ত কর্ণাটকে ভোট পড়েছে ৫৬ শতাংশ।  

কালাপ্পা টুইটারে লিখেছেন, ''বেঙ্গালুরুতে আমার মা-বাবার আবাসনের বিপরীতে রয়েছে পাঁচটি বুথ। ২ নম্বর বুথে যে কোনও বোতাম টিপলেই ভোট পড়ছে পদ্মে। ভোট না দিয়েই ফিরে যাচ্ছেন ক্ষুব্ধ ভোটাররা। আমার ভোটও ওই বুথেই।'' কংগ্রেস নেতার আরও দাবি, রামনগর, চমরাজপেট ও হেব্বাল থেকে ইভিএম ও ভিভিপ্যাট বিভ্রাটের তিনটি অভিযোগ এসেছে। এনিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস।  
 

এর আগেও একাধিকবার ইভিএম বিভ্রাটের অভিযোগ করেছে বিরোধীরা। গতবছর মার্চে সেই অভিযোগ খারিজ করে কমিশন জানিয়েছিল, বাইরের কোনও যন্ত্রাংশ বা ইন্টারনেটের সঙ্গে যুক্ত না থাকায় ইভিএম হ্যাক করা সম্ভব নয়। ইভিএমের যন্ত্রাংশের অদলবদল ঘটানো হলেও তা সহজেই নজরে আসবে।

 

আরও পড়ুন- কর্ণাটকের ভোটপ্রচারে গেরুয়া পাগড়িতে আসাউদ্দিন ওয়াইসি 

.