বোতাম টিপলেই ভোট পড়ছে পদ্মে, কর্ণাটকে ইভিএম কারচুপির অভিযোগ কংগ্রেসের
ইভিএম কারচুপির অভিযোগ করলেন কংগ্রেস নেতা ব্রিজেশ কালাপ্পা।
নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে ইভিএমে কারচুপির অভিযোগ করলেন কংগ্রেস নেতা ব্রিজেশ কালাপ্পা। তাঁর অভিযোগ, যে কোন বোতাম টিপলেই ভোট পড়ছে পদ্ম চিহ্নে। প্রসঙ্গত, দুপুর তিনটে পর্যন্ত কর্ণাটকে ভোট পড়েছে ৫৬ শতাংশ।
কালাপ্পা টুইটারে লিখেছেন, ''বেঙ্গালুরুতে আমার মা-বাবার আবাসনের বিপরীতে রয়েছে পাঁচটি বুথ। ২ নম্বর বুথে যে কোনও বোতাম টিপলেই ভোট পড়ছে পদ্মে। ভোট না দিয়েই ফিরে যাচ্ছেন ক্ষুব্ধ ভোটাররা। আমার ভোটও ওই বুথেই।'' কংগ্রেস নেতার আরও দাবি, রামনগর, চমরাজপেট ও হেব্বাল থেকে ইভিএম ও ভিভিপ্যাট বিভ্রাটের তিনটি অভিযোগ এসেছে। এনিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস।
Dear FB Friends, polling has not begun again at booth no. 2 opp Sterling Residency RMV II Stage after the EVM/VVPAT was found to be malfunctioning. My own vote is in the same booth.
Meanwhile INC Supporters, please don't be disheartened. Please cast your vote. Make a difference.
— Brijesh Kalappa (@brijeshkalappa) May 12, 2018
So far we have received 3 complaints of malfunctioning EVM/VVPAT across the State including from Ramanagara, Chamarajpet and Hebbal. The INC is taking up these issues with the EC.
— Brijesh Kalappa (@brijeshkalappa) May 12, 2018
এর আগেও একাধিকবার ইভিএম বিভ্রাটের অভিযোগ করেছে বিরোধীরা। গতবছর মার্চে সেই অভিযোগ খারিজ করে কমিশন জানিয়েছিল, বাইরের কোনও যন্ত্রাংশ বা ইন্টারনেটের সঙ্গে যুক্ত না থাকায় ইভিএম হ্যাক করা সম্ভব নয়। ইভিএমের যন্ত্রাংশের অদলবদল ঘটানো হলেও তা সহজেই নজরে আসবে।
আরও পড়ুন- কর্ণাটকের ভোটপ্রচারে গেরুয়া পাগড়িতে আসাউদ্দিন ওয়াইসি