বেকারি বৃদ্ধির দাবি রং চড়ানো, দাবি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের

কাঙ্খিত ফল পেতে গেলে এইসব সংস্কারের ওপরে জোর দিতে হবে

Updated By: Nov 26, 2017, 02:56 PM IST
বেকারি বৃদ্ধির দাবি রং চড়ানো, দাবি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদন: মোদীর আমলে চাকরি হয়নি বলে ‌যা বলা হচ্ছে তা অনেকটাই বাড়িয়ে বলা। এমনটাই মনে করেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার।

রবিবার এক সাক্ষাতকারে রাজীব কুমার বলেন, সরকার জিএসটি, বেনামি সম্পত্তি আইন, ডাইরেক্ট বেনিফিট ট্যাক্সের মতো বেশকিছু সংস্কারে হাত দিয়েছে। কাঙ্খিত ফল পেতে গেলে এইসব সংস্কারের ওপরে জোর দিতে হবে। পাশাপাশি আগামী দেড় বছরে স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রেও জোর দেওয়া উচিত।

মোদী সরকার বেশকিছু সাহসী সংস্কারের পদক্ষেপ নেওয়ার পরও বিরোধীদের দাবি, সরকার ‌যে ভাবে কর্মসংস্থান হবে বলে ঢাকঢোল পিটিয়েছিল তা হয়নি। বরং নোটবন্দির পর দেশ জুড়ে কয়েক লাখ মানুষের কাজ চলে গিয়েছে। জিএসটি নিয়ে চরম ক্ষোভ জমেছে দেশের ব্যবসায়ী মহলে।

এই বিষয়ে বলতে গিয়ে রাজীব কুমার বলেন, সংগঠিত ক্ষেত্রে না হলেও অসংগঠিত ক্ষেত্রে কাজের সু‌যোগ বেড়েছে। গত তিন বছরে পিএফ এবং নাশনাল পেনশন সিস্টেম-এ অ্যাকাউন্টের সংখ্যা বেড়ছে। প‌র্যটন, পরিবহণ, সার্ভিস সেক্টরে কাজের সু‌যোগও বেড়েছে। তবে বেকারি বাড়ার কথা ‌যেভাবে বলা হয়েছে তা অনেকটাই বাড়িয়ে বলা হচ্ছে বলে তাঁর দাবি।

আরও পড়ুন-তেজপ্রতাপের হুমকির মুখে সুশীল মোদীর ছেলের বিয়ের অনুষ্ঠানস্থলে বদল

.