জনসভায় মুসলিম বিরোধী মন্তব্যের জন্য মানেকা গান্ধীকে নোটিস জেলা প্রশাসনের

মানেকা দাবি করেছেন তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে

Updated By: Apr 13, 2019, 12:57 PM IST
জনসভায় মুসলিম বিরোধী মন্তব্যের জন্য মানেকা গান্ধীকে নোটিস জেলা প্রশাসনের

নিজস্ব প্রতিবেদন: প্রকাশ্য জনসভায় মুসলিমদের হুমকি দেওয়ায় মানেকা গান্ধীকে শোকজ নোটিশ দিল জেলা প্রশাসন। এনিয়ে একটি রিপোর্টও নির্বাচন কমিশনে পাঠিয়েছে জেলা শাসকের দফতর।

আরও পড়ুন-বাবুল সুপ্রিয়র উপস্থিতিতেই তৃণমূল নেতাকে বেধড়ক মারধর, তোলপাড় বারাবনি

কী বলেছিলেন মানেকা? সম্প্রতি সুলতানপুরের তাবারখানি এলাকায় এক সভায় বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী। সেখানে সোজাসুজি মুসলিম ভোটারদের তিনি বলেন, আমাকে ভোট দিন। নয়তো ভবিষ্যতে এলাকার মানুষজনের কোনও দায় নেব না। আমি জিতেই গিয়েছি বলতে পারেন। এখন ঠিক করুন আপনারা কী করবেন।

এখানেই থেমে যাননি মানেকা। তিনি বলেন, এলাকার মানুষজনের সমর্থনে ভোটে জিতছি। কিন্তু সেই জয় যদি মুসলিমদের ভোট বাকী রেখে হয় তাহলে মন খারাপ হয়ে যায়। যখন কোনও মুসলিম তরুণ আমার কাছে কাজের জন্য আসেন তখন মনে হয় ওসব কথা মনে রেখে কোনও লাভ নেই। কিন্তু গোটা বিষয়টাই দেওয়া-নেওয়ার ব্যাপার। এবার নির্বাচনে আপনারা ভোট দিলেও জিতব, না দিলেও জিতব।

আরও পড়ুন-রামনবমীতে অস্ত্র মিছিল হবে, সাফ জানালেন দিলেন দিলীপ ঘোষ

এদিকে, মানেকা দাবি করেছেন তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে। মুসিলমদের আমি ভালোবাসি। আমি বলতে চেয়েছিলাম ভোটে আমি জিতবই। ডালে যেমন ফোড়ন দিলে তা সুস্বাদু হয় তেমনি মুসলিমদের ভোট আমার জয়ে অন্য মাত্রা যোগ করবে।

.