Loksabha Election 2024: ৮৫ লাখেরও বেশি নতুন মহিলা ভোটার, নতুন ভোটার নিয়েও এবার 'বিশেষ প্ল্যান' কমিশনের!

কিছু রাজ্যে মহিলা ভোটারের অনুপাত ১০০০-এর বেশি। এপ্রিলের আগেই ১৮ বছর হতে চলেছে ৫-৬ লাখ নতুন ভোটারের।

Updated By: Mar 16, 2024, 04:51 PM IST
Loksabha Election 2024: ৮৫ লাখেরও বেশি নতুন মহিলা ভোটার, নতুন ভোটার নিয়েও এবার 'বিশেষ প্ল্যান' কমিশনের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার ভোটে মূল চালিকাশক্তি হতে চলেছে মহিলা ও যুব ভোটাররা। ২০২৪ লোকসভা নির্বাচনে মোট ভোটার ৯৬.৮ কোটি। যার মধ্যে পুরুষ ভোটার ৪৯.৭ কোটি, মহিলা ভোটার ৪৭.১ কোটি। প্রথমবারের ভোটার ১.৮ কোটি। যুব ভোটার, যাদের বয়স ২০ থেকে ২৯ বছর, সেই সংখ্যাটা ১৯.৭৪ কোটি।

এবার নির্বাচনে বেশ কিছু রাজ্য এমন রয়েছে যেখানে মহিলা ভোটারের অনুপাত ১০০০-এর বেশি। এবার ভোটে ৮৫.৩ লাখ নতুন মহিলা ভোটার। যা বুঝিয়ে দেয়, মহিলাদের ভোটপ্রক্রিয়ায় অংশগ্রহণের হার বেড়েছে। এর পাশাপাশি, একদিকে যেমন ইতিমধ্যে নথিভুক্ত প্রথমবারের ভোটাররা ও ২০ থেকে ২৯ বছর বয়সী যুব ভোটাররা রয়েছে, তেমনই ২০২৪-এ যাদের ১৮ বছর হতে চলেছে, তাদের কাছ থেকেও এবার আবেদন জমা নেওয়া হয়েছে। আর সেরকম জমা পড়ার আবেদনের মোট সংখ্যা ১৭ লাখ। যারমধ্যে প্রায় ৫ থেকে ৬ লাখ ভোটারের বয়স ১ এপ্রিলের আগেই ১৮ বছর হতে চলেছে। ফলে তারাও এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। ভোট দিতে পারবে বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজিব কুমার।

এর পাশাপাশি ৮৫ বছরের ঊর্ধ্বে ভোটারের সংখ্যা ৮২ লাখ। বিশেষভাবে শারীরিক ক্ষমতাসম্পন্ন ভোটার ৮৮.৪ লাখ। এবার সারা দেশে ৮৫ বছরের বেশি বয়সী প্রতিবন্ধী যাঁরা, ৪০% শতাংশের বেশি যাদের প্রতিবন্ধকতা, তাঁরা বাড়ি থেকেই ভোট দিতে পারবেন। বাকিদের জন্য ভোটগ্রহণ কেন্দ্রে থাকবে হুইলচেয়ারের ব্যবস্থা। মুখ্য নির্বাচন কমিশনার আরও জানান যে, ২০২৪ লোকসভা ভোটে ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা ৪৮ হাজার।

আরও পড়ুন, New Train For Bengal: এক ট্রেনেই সরাসরি দিল্লি, ভোটের আগেই রায়গঞ্জবাসী পেল নতুন ট্রেন!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.