রামজন্মভূমি অযোধ্যা আসলে পাকিস্তানে অবস্থিত!

দেবতা রামের জন্মস্থান অযোধ্যা কি আসলে পাকিস্তানে? অন্তত এমনটাই দাবি করলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অ্যাসিস্ট্যান্ট জেনেরাল সেক্রেটারি আব্দুল রহিম কুরেশি।

Updated By: May 8, 2015, 08:03 PM IST
রামজন্মভূমি অযোধ্যা আসলে পাকিস্তানে অবস্থিত!

ওয়েব ডেস্ক: দেবতা রামের জন্মস্থান অযোধ্যা কি আসলে পাকিস্তানে? অন্তত এমনটাই দাবি করলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অ্যাসিস্ট্যান্ট জেনেরাল সেক্রেটারি আব্দুল রহিম কুরেশি।

কুরেশি তাঁর ''ফ্যাক্টস অফ অযোধ্যা এপিসোড'' নামের বইতে দাবি করেছেন হিন্দু ধর্ম মতে ১৮০ লক্ষ বছর আগেই রামের আবির্ভাব হয়েছিল। কিন্তু উত্তরপ্রদেশের অযোধ্যায় মানুষের বসতিই শুরু হয় খ্রীষ্টের জন্মের মাত্র ৭০০ বছর আগে। তাই কোনও মতেই ফাইজাবাদের অযোধ্যা রামের প্রকৃত জন্মস্থান হতে পারে না।

জাসু রাম সহ আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার অনান্য নৃতত্ত্ববিদদের গবেষণাপত্র উল্লেখ করে কুরেশি জানিয়েছেন প্রকৃত পক্ষে অযোধ্যা আসলে দু'টি। একটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা রঘু। অন্যটির প্রতিষ্ঠাতা স্বয়ং রাম।

'' 'অ্যানসিয়েন্ট জিওগ্রাফি অফ দ্য রামায়ণ' বইতে জসু রাম জানিয়েছেন পাকিস্তানের উত্তর পশ্চিমে ফ্রন্টিয়ার প্রভিন্সে (বর্তমান খাইবার পাখতুনখাওয়া) আসলে অযোধ্যার অবস্থান।'' লিখেছেন কুরেশি।

মজলিস তামির-ই-মিল্লাত নামের একটি সামাজিক-ধর্মীয় সংগঠনের প্রেসিডেন্ট কুরেশির মতে খ্রীষ্টের জন্মের ৭০০ বছর আগে ফৈজাবাদের নাম ছিল সাকেত।  

সম্ভবত একবিংশ শতকে সাকেতের নাম বদলে অযোধ্যা রাখেন হিন্দুরা। এরপর রামকথায় উল্লেখিত বিভিন্ন নাম অনুসারে শহরটির বিভিন্ন অঞ্চলের নামকরণও করে তারা।

লেখকের দাবি যদি সত্যিই বর্তমান অযোধ্যা রামের প্রকৃত জন্মস্থান হত, তাহলে তুলসীদাসী রামায়ণে এর উল্লেখ থাকতই। মুঘল  সম্রাট আকবরের আমলে রামায়ণ রচনা করেছিলেন তুলসিদাস। ''যদি কোনও মন্দির ভেঙে সেখানে বাবরি মসজিদ গড়া হত, তাহলে তুলসীদাস তাঁর লেখায় সে কথা উল্লেখ করতেন'' সংবাদসংস্থা আইএএনএস-কে জানিয়েছেন কুরেশি।

 

.