হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রাক্তন আরএসএস সদস্য মনোহর লাল খট্টর

প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ। আর প্রথমবারেই বাজিমাত। প্রথমবার বিধায়ক হয়েই মুখ্যমন্ত্রীর তখত দখল। ইতিহাস তৈরি করার কায়দায় হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহর লাল খট্টর। বিজেপির নবনির্বাচিত পরিষদীয় দলের বৈঠকে তাঁকে নেতা নির্বাচন করা হয়।  

Updated By: Oct 21, 2014, 03:54 PM IST
হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রাক্তন আরএসএস সদস্য মনোহর লাল খট্টর

চণ্ডীগড়: প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ। আর প্রথমবারেই বাজিমাত। প্রথমবার বিধায়ক হয়েই মুখ্যমন্ত্রীর তখত দখল। ইতিহাস তৈরি করার কায়দায় হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহর লাল খট্টর। বিজেপির নবনির্বাচিত পরিষদীয় দলের বৈঠকে তাঁকে নেতা নির্বাচন করা হয়।  

সর্বসম্মতভোটেই মোদী ঘনিষ্ঠ খট্টর নেতা নির্বাচিত হয়েছেন। বৈঠকে পর্যবেক্ষক  ছিলেন বেঙ্কাইয়া নাইডু । আরএসএসের প্রাক্তন সক্রিয় কর্মী খট্টর কারনাল কেন্দ্র থেকে  এবারের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতেছেন। গত ১৮ বছরের মধ্যে তিনিই হরিয়াণার প্রথম মুখ্যমন্ত্রী যিনি জাট সম্প্রদায়ভুক্ত নন। আগামী ছাব্বিশে অক্টোবর মুখ্যমন্ত্রী পদে  শপথ নেবেন তিনি। হরিয়াণার রাজ ভবনের পরিবর্তে খট্টর সম্ভবত শপথ নেবেন পাঁচকুলার একটি স্টেডিয়ামে।

মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করার পর খট্টর হরিয়াণায় স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিয়েছেন।  

 

.