মোদীর কাছে বিকিয়ে গেছে দেশের মিডিয়া, ক্ষমতায় এলে এদের জেলে পাঠাবো: অরবিন্দ কেজরিওয়াল

ফের মিডিয়ার বিরুদ্ধে তোপ দাগলেন অরবিন্দ কেজরিওয়াল। আপ সুপ্রিমো দাবি করেছেন ভারতের মিডিয়া হাউসগুলো নরেন্দ্র মোদীর কাছে বিকিয়ে গেছে। তাঁর দল ক্ষমতায় এলে তিনি এই মিডিয়াগুলিকে জেলেও পাঠাবেন বলে জানিয়েছেন কেজরিওয়াল।

Updated By: Mar 14, 2014, 11:11 AM IST

ফের মিডিয়ার বিরুদ্ধে তোপ দাগলেন অরবিন্দ কেজরিওয়াল। আপ সুপ্রিমো দাবি করেছেন ভারতের মিডিয়া হাউসগুলো নরেন্দ্র মোদীর কাছে বিকিয়ে গেছে। তাঁর দল ক্ষমতায় এলে তিনি এই মিডিয়াগুলিকে জেলেও পাঠাবেন বলে জানিয়েছেন কেজরিওয়াল।

গতকাল একটি তহবিল বাড়ানোর কর্মসূচীতে যোগদানে করে কেজরিওয়াল জানান ``গত এক বছর ধরে টিভি চ্যানেল গুলো ক্রমাগত মোদীর গুনগান গেয়ে আমাদের মনে মোদী নামটা গেঁথে দিয়েছে। টিভি চ্যানেল গুলো এমন দাবি করছে যেন মোদী এলেই সব দূর্নীতি ছুটে পালিয়ে যাবে। দেশে রাম রাজ্য স্থাপিত হবে। কেন? কারণ মোদীর হয়ে প্রচার করার জন্য এই সব টিভি চ্যানেল গুলোকে গুচ্ছ গুচ্ছ টাকা দেওয়া হয়েছে।``

ক্ষুব্ধ কেজরিওয়াল দাবি করেছেন ধোঁকার উন্নয়নের আড়ালে মোদীর আসল স্বরূপটা কেউ প্রকাশ্যে নিয়ে আসছে না। ``গত ১০ বছরে গুজরাতে ৮০০ জন চাষী আত্মহত্যা করেছেন, এক টাকার বিনিময়ে বিকিয়ে দেওয়া হয়েছে জমি। কিন্তু এই খবর কেউ প্রকাশ করছে না।`` মন্তব্য আপ প্রধানের।

শুধুমাত্র ক্ষোভ প্রকাশ করেই থামেননি কেজরিওয়াল। রীতিমত হুমকির সুরে বলেছেন ক্ষমতায় এলে এই সব `বিকিয়ে` যাওয়া মিডিয়া হাউস গুলোর দণ্ডমুণ্ডের কর্তাদের তিনি জেলে পাঠাবেন।

তবে পড়ে অবশ্য নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি সরে এসে কেজরিওয়াল জানিয়েছেন তিনি মোটেও মিডিয়ার বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি।

.