২৬/১১ মুম্বই হামলায় পাক যোগ ফের প্রমাণিত

মুম্বই হামলায় পাক যোগ ফের প্রমাণিত। মুম্বইয়ের আদালতে ডেভিড কোলম্যান হেডলির বয়ানে স্পষ্ট, আইএসআই এবং লস্করের যোগসাজশেই ছাব্বিশ এগারো দেখেছিল মুম্বই। দু-হাজার আটের ছাব্বিশে নভেম্বরের আগে দু-বার কসাভরা ভারতে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয় বলেও জানিয়েছে হেডলি। সোমবার সকালে আমেরিকার জেল থেকে মুম্বইয়ের টাডা আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য দেয় লস্কর জঙ্গি ডেভিড কোলম্যান হেডলি। সরকারি আইনজীবী উজ্জ্বল নিকমের প্রশ্নের উত্তরে হেডলি জানায়,

Updated By: Feb 8, 2016, 06:08 PM IST
২৬/১১ মুম্বই হামলায় পাক যোগ ফের প্রমাণিত

ওয়েব ডেস্ক: মুম্বই হামলায় পাক যোগ ফের প্রমাণিত। মুম্বইয়ের আদালতে ডেভিড কোলম্যান হেডলির বয়ানে স্পষ্ট, আইএসআই এবং লস্করের যোগসাজশেই ছাব্বিশ এগারো দেখেছিল মুম্বই। দু-হাজার আটের ছাব্বিশে নভেম্বরের আগে দু-বার কসাভরা ভারতে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয় বলেও জানিয়েছে হেডলি। সোমবার সকালে আমেরিকার জেল থেকে মুম্বইয়ের টাডা আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য দেয় লস্কর জঙ্গি ডেভিড কোলম্যান হেডলি। সরকারি আইনজীবী উজ্জ্বল নিকমের প্রশ্নের উত্তরে হেডলি জানায়,

জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের কথায় সে লস্করে যোগ দেয়। পাক-অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে লস্করের শিবিরে দু-বছর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকের প্রশিক্ষণ নেয় সে। লস্করের প্রশিক্ষণ শিবিরে হাফিজ সইদ ও জাকিউর রহমান লকভিকে প্রশিক্ষকের ভূমিকায় দেখার কথা জানায় হেডলি। হাফিজ সইদ ও জাকিউর রহমান লকভি ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য
লস্কর সদস্যদের প্ররোচনা দিত বলে সে জানিয়েছে। দুই আইএসআই কর্তা মেজর ইকবাল ও মেজর আলির সঙ্গে তার পরিচয়ের কথা জানিয়েছে হেডলি। সে জানায়, পাকিস্তানে একবার ধরা পড়ার পর পুলিসের হাত থেকে তাকে বাঁচিয়ে দেয় মেজর আলি।

দুই আইএসআই কর্তা মেজর ইকবাল ও মেজর আলিকে লস্করের প্রশিক্ষণ শিবিরে সে দেখেছে বলেও জানায় হেডলি। আইএসআই-এর সঙ্গে যুক্ত সাজিদ মির লস্করের সঙ্গে তার যোগাযোগের মাধ্যম ছিল বলে জানিয়েছে হেডলি। হেডলির সাক্ষ্য মুম্বই হামলার বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে কেন্দ্র। এদিন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু বলেন, মুম্বই হামলায় কারা জড়িত তা সবার জানা। হেডলির বয়ান একটা যুক্তিগ্রাহ্য সিদ্ধান্তে পৌছতে সাহায্য করবে। স্টেট এবং নন-স্টেট অ্যাক্টরসের ফারাক মুছে দিয়েছে এই বয়ান।

হাফিজ সইদ পাকিস্তানে অবাধে ঘোরাফেরা করলেও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ইসলামাবাদ। হেডলির বয়ান সামনে আসার পর পাকিস্তানের দিকে আঙুল তুলে মোদী সরকারের ওপর চাপ বাড়িয়েছে কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, হেডলির বয়ান থেকে পাওয়া তথ্য এক জায়গায় এনে ইসলামাবাদকে আরও একটি ডসিয়ার পাঠাতে পারে দিল্লি।

.