Opposition Meeting | Nitish Kumar: বিজেপি কুৎসা রটাচ্ছে, আমি INDIA-পাশেই

মঙ্গলবার বিরোধীদের বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে দেখতে পাওয়া যায়নি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। এরপরে জোটের সম্পর্কে বিভিন্ন খবর ছড়িয়ে পরে। জানা যায় যে এই জোট নিয়ে খুশি নন নীতীশ কুমার।

Updated By: Jul 19, 2023, 05:27 PM IST
Opposition Meeting | Nitish Kumar: বিজেপি কুৎসা রটাচ্ছে, আমি INDIA-পাশেই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে মুখ খুললেন নীতীশ কুমার। ইন্ডিয়া জোট নিয়ে তাঁর অসন্তোষ সম্পর্কে যে খবর ছড়িয়েছে তাতে জল ঢেলে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী। নিজের বক্তব্যে তিনি জানিয়েছেন যে জোটের নাম তাঁর পছন্দ না হওয়া অথবা সাংবাদিক বৈঠকে তাঁর না থাকা নিয়ে যে খবর ছড়িয়েছে তা অসত্য।

সাংবাদিকদেরকে তিনি জানিয়েছেন, ‘আমরা সবাই একসঙ্গে আছি। সবাই একসঙ্গে মিলে বাকিদের সঙ্গে কথা বলেছি। মিটিং ভালো হয়েছে। আমার রাজগির যাওয়ার ছিল তাই আমি চলে এসেছি’।

পাশাপাশি তিনি আরও বলেন যে ২০২৪ সালে খুবই ভালো ফলাফল হতে চলেছে এবং মিডিয়া আবার স্বাধীনভাবে কাজ করতে পারবে।

আরও পড়ুন: Sun Mission: চাঁদের পর এবার লক্ষ্য সূর্য! আগামী মাসেই ছুটবে ভারতের প্রথম সূর্যযান...

মঙ্গলবার বিরোধীদের বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে দেখতে পাওয়া যায়নি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। এরপরে জোটের সম্পর্কে বিভিন্ন খবর ছড়িয়ে পরে। জানা যায় যে এই জোট নিয়ে খুশি নন নীতীশ কুমার।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলতে শুরু করেছিলেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিরোধীদের ঐক্যবদ্ধ করতে কংগ্রেসের হঠাৎ সক্রিয়তা মেনে নিতে পারছেন না। কারণ বিরোধীদের একত্রিত করার প্রথম বড় উদ্যোগ নিয়েছিলেন নীতীশ নিজে। তাঁর প্রচেষ্টার কারণে, ২৩ জুন পটনায় মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের প্রথম সমাবেশ হয়েছিল। এটাকে নীতীশের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: প্রেমিকার স্বামীকে খুনের পর বাগানে পুঁতে লাগাল আমগাছ! ভয়ংকর কাণ্ড প্রেমিকের...

পাশাপাশি জোটের ক্ষেত্রে এখন নীতীশের বদলে সোনিয়া গান্ধীর সক্রিয়তার কারণে বিরোধীদের জোটের কেন্দ্রে চলে এসেছে কংগ্রেস। নীতীশ কুমার এই বৈঠকে আলোচনা করার এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধান বিষয়গুলি সম্পর্কে একটি দীর্ঘ তালিকা তৈরি করেছিলেন। যেখানে পাঁচ দফা ব্লু প্রিন্টও ছিল যার উপর কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। জোটের নতুন নাম নিয়েও নীতীশ কুমার খুশি নন বলে খবর। বলা হচ্ছে বিরোধী জোটের নতুন নাম 'ইন্ডিয়া' নিয়ে আপত্তি রয়েছে নীতীশ কুমারের এমনটাই জানা গিয়েছিল।

যদিও বিহারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই সব অভিযোগকেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।        

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.