মোদীর বিরুদ্ধে জেহাদ জারি জেডিইউ-র

সরকার গড়ার তাগিদে ধর্ম নিরপেক্ষতার সঙ্গে আপোস করা হবে না। নরেন্দ্র মোদী ইস্যুতে বিজেপিকে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দিল্লিতে জনতা দল ইউনাইটেডের জাতীয় পরিষদের বৈঠক শেষে আজ বক্তব্য রাখেন তিনি।

Updated By: Apr 14, 2013, 03:14 PM IST

সরকার গড়ার তাগিদে ধর্ম নিরপেক্ষতার সঙ্গে আপোস করা হবে না। নরেন্দ্র মোদী ইস্যুতে বিজেপিকে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দিল্লিতে জনতা দল ইউনাইটেডের জাতীয় পরিষদের বৈঠক শেষে আজ বক্তব্য রাখেন তিনি।
বক্তব্যে একবারও নাম না নিয়েও আগাগোড়া গুজরাটের উন্নয়ন মডেল এবং নরেন্দ্র মোদীর সমালোচনা করে গিয়েছেন নীতীশ। নীতীশের মতে, "সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারেন এমন মানুষেরই দেশের নেতা হওয়া উচিত।" বিজেপিকে জোটের প্রাথমিক শর্তগুলি ফের একবার স্মরণ করিয়ে দিয়ে নীতীশের হুঁশিয়ারি, ওই শর্তগুলির একটিও মানা না হলে, পরিস্থিতি বদলাতেও পারে।

.