চা বিক্রি করেছি ঠিকই, কিন্তু তা বলে দেশকে বিক্রি করছি না: মোদী

সম্প্রতি, গুজরাট কংগ্রেসের পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে 'চাওয়ালা' বলে ব্যঙ্গ করা হয়েছিল। রাজ্যে নির্বাচনী প্রচারে এই শব্দটি বলে হাততালিও কুড়িয়েছেন কংগ্রেস নেতারা। এদিনের সমাবেশে সেই কটাক্ষের জবাব দেন মোদী। তিনি বলেন, ''আমার অতীত নিয়ে কংগ্রেস কটাক্ষ করছে। হ্যাঁ, আমি গরীর ঘরের ছেলে। আমায় চা বিক্রি করতে হয়েছে এক সময়। কিন্তু তাই বলে আমি আমার দেশকে বিক্রি করছি না।''

Updated By: Nov 27, 2017, 05:14 PM IST
চা বিক্রি করেছি ঠিকই, কিন্তু তা বলে দেশকে বিক্রি করছি না: মোদী

নিজস্ব প্রতিবেদন : কংগ্রেসের 'চাওয়ালা' মন্তব্যের এবার পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটে নির্বাচনী প্রচারে গিয়ে মোদী বলেন, ''আমি চা বিক্রি করতাম, কিন্তু তা বলে দেশকে তো আর বিদেশিদের হাতে বেচে দিচ্ছি না।'' তাঁর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

৯ ডিসেম্বর গুজরাট বিধানসভার প্রথম দফার নির্বাচন। তার আগে সোমবার ভুজে বিজেপির একটি নির্বাচনী জনসভায় যোগ দেন মোদী। সেখানে কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানাতে থাকেন প্রধানমন্ত্রী। জনসভায় গুজরাটী ভাষায় বক্তব্য রাখতে শোনা যায় ভূমিপুত্র মোদীকে। বক্তব্যের আগাগোড়াই ছিল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ।

 

সম্প্রতি, গুজরাট কংগ্রেসের পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে 'চাওয়ালা' বলে ব্যঙ্গ করা হয়েছিল। রাজ্যে নির্বাচনী প্রচারে এই শব্দটি বলে হাততালিও কুড়িয়েছেন কংগ্রেস নেতারা। এদিনের সমাবেশে সেই কটাক্ষের জবাব দেন মোদী। তিনি বলেন, ''আমার অতীত নিয়ে কংগ্রেস কটাক্ষ করছে। হ্যাঁ, আমি গরীর ঘরের ছেলে। আমায় চা বিক্রি করতে হয়েছে এক সময়। কিন্তু তাই বলে আমি আমার দেশকে বিক্রি করছি না।''

আরও পড়ুন- মুম্বই ও উরি হামলা পরবর্তী পদক্ষেপই কংগ্রেস-বিজেপির পার্থক্য গড়ে দিয়েছিল, ভূজের সভায় সুর চড়ালেন মোদী

ভারত-পাক সীমান্ত সমস্যা থেকে ডোকা লা ইস্যুতে সম্প্রতি কেন্দ্রীয় সরকারকে বারংবার আক্রমণ করেছে কংগ্রেস। একাধিক সমাবেশে এই নিয়ে নরেন্দ্র মোদীকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন কংগ্রেস সহ-সভাপতি রাহু গান্ধী। তালিকায় রয়েছে জিএসটি থেকে ২০১৬-র নোট বাতিল ইস্যুও। আর এগুলোকেই হাতিয়ার করে গুজরাট বিধানসভা নির্বাচনের বৈতরণী পেরতে চাইছে কংগ্রেস। সঙ্গে রয়েছে পতিদারদের আন্দোলনের প্রতি সহমত। সব মিলিয়ে গান্ধীজির রাজ্যে শাসকদল বিজেপিকে বেকায়দায় ফেলতে মরিয়া টিম রাহুল।

এই পরিস্থিতিতে সোমবার বিরোধীদের বিরুদ্ধে অলআউট আক্রমণে গেলেন মোদী। তিনি বলেন, হাফিজ সইদকে পাকিস্তান মুক্তি দিয়েছে। কিন্তু তার জন্য ভারতে কংগ্রেস দল কেনও আনন্দ করছে? এছাড়াও ডোকা লা ইস্যুতেও কংগ্রেসকে তীব্র ভাষায় কটাক্ষ করেন মোদী।

.