ভয় দেখিয়ে মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিস ইনসপেক্টর

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে শনিবার ওই অভিযুক্ত পুলিস ইনসপেক্টরকে গ্রেফতার করা হয়েছে।

Updated By: Aug 11, 2019, 09:05 AM IST
ভয় দেখিয়ে মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিস ইনসপেক্টর
জিন্দ পুলিসের ডেপুটি সুপার পুষ্পা। ছবি: এএনআই।

নিজস্ব প্রতিবেদন: এক মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল এক পুলিস ইনসপেক্টরের বিরুদ্ধে। শুধু তাই নয়, ধর্ষণের সময় গোটা ঘটনা মোবাইলে ক্যামেরা-বন্দি করে রাখেন তিনি। ঘটনাটি ঘটেছে হরিয়ানার জিন্দে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে শনিবার ওই অভিযুক্ত পুলিস ইনসপেক্টরকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: নিমতায় কুপিয়ে খুন যুবককে; বাড়ির পাশের ঝোপে মিলল নলিকাটা দেহ, সন্দেহের তির স্ত্রীর দিকে

এই ঘটনায় জিন্দ পুলিসের ডেপুটি সুপার পুষ্পা জানান, নির্যাতিতাকে প্রথমবার ধর্ষণের সময় গোটা ঘটনার ভিডিয়ো করে রাখেন ওই ইনসপেক্টর। পরে ওই ভিডিয়ো ‘ফাঁস’ করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ওই মহিলাকে ধর্ষণ করেন অভিযুক্ত। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। অভিযুক্ত পুলিস ইনসপেক্টরকে তিন দিনের পুলিসি হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে।

.