মানসিক প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিসকর্মী

এক মানসিক প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ করার অভিযোগে সোমবার গ্রেফতার হল পুলিসের অ্যাসিসট্যান্ট সাব ইনসপেক্টর। ঘটনাটি কর্ণাটকের টুমকুর জেলার। ধৃত পুলিস কর্মীর নাম-রমেশ।

Updated By: Jan 16, 2017, 11:23 AM IST
মানসিক প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিসকর্মী

ওয়েব ডেস্ক: এক মানসিক প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ করার অভিযোগে সোমবার গ্রেফতার হল পুলিসের অ্যাসিসট্যান্ট সাব ইনসপেক্টর। ঘটনাটি কর্ণাটকের টুমকুর জেলার। ধৃত পুলিস কর্মীর নাম-রমেশ।

নিউজ ১৮-এর খবর অনুসারে, ৩০ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক মহিলা গত রবিবার বাড়ি থেকে বেড়িয়েছিলেন। তারপর তিনি আর তাঁর বাড়ির পথ চিনতে পারছিলেন না। এমন সময় রাস্তা দিয়ে পুলিসের একটি গাড়ি যাচ্ছিল। অভিযোগ, ওই গাড়ি থেকে আগ বাড়িয়ে মহিলাকে সাহায্য করতে চাওয়া হয়। গাড়ির মধ্যে তখন ড্রাইভার ছাড়াও ছিলেন বছর পঞ্চাশের এএসআই রমেশ। তারপর রমেশ গাড়িতে ওই মহিলাকে তুলে ধর্ষণ করে বলে অভিযোগ।

আরও পড়ুন- গঙ্গাসাগরের দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্রীয় সরকারের

পরবর্তী সময়ে ওই মহিলা রমেশকে চিহ্নিত করতে পারেন এবং তারপরেই রমেশকে প্রথমে বাহিনী থেকে সাসপেন্ড করা হয় ও গ্রেফতার করা হয়। কর্ণাটকের সেন্ট্রাল রেঞ্জের আইজিপি সীমন্ত কুমার সিং জানিয়েছেন যে, শুধুমাত্র রমেশকে নয় ওই গাড়ির চালককেও পাকড়াও করেছে পুলিস।

আরও পড়ুন- গঙ্গাসাগরে যাত্রী পরিষেবার জন্য মুখ থুবড়ে পড়েছে হুগলি নদিতে লঞ্চ চলাচল

.