সংসদের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা জানানো হল প্রণব মুখোপাধ্যায়কে

Updated By: Jul 23, 2017, 07:16 PM IST
সংসদের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা জানানো হল প্রণব মুখোপাধ্যায়কে

ওয়েব ডেস্ক: সুদীর্ঘ রাজনৈতিক যাত্রাপথে প্রণব মুখোপাধ্যায়ের জীবনে এক বিরাট সন্ধিক্ষণ। রাইসিনা হিলসকে বিদায় জানানোর আগে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা। সংসদের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা জানানো হল ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতিকে। গতকাল বিদায়ী রাষ্ট্রপতির সম্মানে বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতির হাতে স্মারক তুলে দেন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবু রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। সেন্ট্রাল হলে আজ উপস্থিত ছিলেন সব সাংসদ।

আরও পড়ুন রিভিউ করতেই অঙ্কের '০' একলাফে হল '৯৪'!

রাষ্ট্রপতির সম্মানে ভাষণ দেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। সেই বক্তব্য বইয়ের আকারে তুলে দেওয়া হয় রাষ্ট্রপতির হাতে। সিল্কের কাপড়ের ওপর সেলাইয়ের অক্ষরে লেখা হয়েছে স্পিকারের ভাষণ। সিল্কের ওপর নকশার কাজ করেছেন বাংলারই শিল্পীরা। বিদায়ী রাষ্ট্রপতির হাতে স্মারক তুলে দেন সাংসদরা। তুলে দেওয়া হয় সাংসদদের সই করা একটি পুস্তিকাও। আগামিকালই শেষ হচ্ছে প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ। এরপর তাঁর ঠিকানা হবে ১০ নম্বর রাজাজি রোড।

আরও পড়ুন সামান্য '১' লেখার ভুলে রাষ্ট্রপতি নির্বাচনে বাতিল মোট ৭৭টি ভোট

.