১৯ এপ্রিল ফেরার মত ফিরছেন রাহুল

অবশেষে তিনি ফিরছেন। তবে ঠিক কবে ফিরছেন তা নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে। যদিও ফেরার মত ফিরছেন আগামী ১৯ এপ্রিল, দিল্লির রামলীলা ময়দানে দলের কৃষক সমাবেশ। সোমবার কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং জানান, আগামী ১৯ এপ্রিল রামলীলা ময়দানে দলের কৃষক সভায় উপস্থিত থাকবেন রাহুল গান্ধী। সেই হিসাবে দেখলে কৃষক সভার মঞ্চ থেকেই রাহুলের কামব্যাক হতে চলেছে।

Updated By: Apr 6, 2015, 08:20 PM IST
১৯ এপ্রিল ফেরার মত ফিরছেন রাহুল

ওয়েব ডেস্ক: অবশেষে তিনি ফিরছেন। তবে ঠিক কবে ফিরছেন তা নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে। যদিও ফেরার মত ফিরছেন আগামী ১৯ এপ্রিল, দিল্লির রামলীলা ময়দানে দলের কৃষক সমাবেশ। সোমবার কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং জানান, আগামী ১৯ এপ্রিল রামলীলা ময়দানে দলের কৃষক সভায় উপস্থিত থাকবেন রাহুল গান্ধী। সেই হিসাবে দেখলে কৃষক সভার মঞ্চ থেকেই রাহুলের কামব্যাক হতে চলেছে।

রাহুলের কামব্যাক মঞ্চে থাকবেন সোনিয়া গান্ধী সহ দলের শীর্ষনেতারা। লক্ষাধিক লোকের ভিড়ে সেই সমাবেশ থেকে ঘুরে দাঁড়াতে চাইছে কংগ্রেসও। প্রায় দু মাস ধরে ছুটিতে আছেন রাহুল। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আমেথিতে পোস্টারও পড়ে।

লোকসভা ভোটে হারানো জমি ফিরে পেতে বিজেপির জমি বিলকে ইতিমধ্যেই হাতিয়ার করেছে কংগ্রেস। এই ইস্যুতে বিরোধী ঐক্য গড়তে দিল্লির রাজপথে  মিছিলে হেঁটেছেন সোনিয়া গান্ধী। পাশে থাকার বার্তা দিতে রাজস্থান, হরিয়ানায় কৃষকদের মাঝেও ছুটে গেছেন তিনি। বিরোধীরা এককাট্টা হওয়ায় বাজেট অধিবেশনের প্রথম পর্বে সংসদে জমি বিল পেশ করতে পারেনি সরকার।   

.