Rajasthan Election Results 2023: মরুঝড়ে নাকাল 'জাদুকর', কমল-কুর্সি কার?

"এটা একটা দলগত প্রচেষ্টা। এই দলগত প্রচেষ্টাকে একজন কেউ নেতৃত্ব দেবেন। সেটা দল সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে।"

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Dec 3, 2023, 12:38 PM IST
Rajasthan Election Results 2023: মরুঝড়ে নাকাল 'জাদুকর', কমল-কুর্সি কার?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'ম্যাজিশিয়ান'-এর 'ম্যাজিক' শেষ। পালাবদল নিশ্চিত মরুরাজ্যে। গেরুয়া ঝড়ে মরুরাজ্য রাজস্থানে ফুটতে চলেছে পদ্ম। ইতিমধ্যেই 'ম্যাজিক ফিগার' ১০১ পেরিয়েছে বিজেপি। স্বাভাবিকভাবেই বিজেপি শিবিরে আনন্দের উচ্ছাস বাঁধ ভেঙেছে। কারণ ২০২৪-এর লোকসভা ভোটের কিছু আগেই রাজস্থান বিধানসভা নির্বাচনে এই জয় গেরুয়া ব্রিগেডের আত্মবিশ্বাসকে যে আরও বাড়িয়ে তুলবে, তা বলাই বাহুল্য।

এখন পালাবদল যখন নিশ্চিৎ, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মরুরাজ্য রাজস্থানে পরবর্তী বিজেপি মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন? কে বসতে চলেছেন কুর্সিতে? এখন গেহলটের পর মসনদে কে, সেই সম্ভাবনায় অনেক নাম-ই উঠে আসছে। একদিকে যেমন আছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোরের নাম, তেমনই প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার নামও আছে দৌড়ে। ২-২ বার রাজস্থানে রাজ করে আসা রাজে এগিয়ে আছেন ঝালরাপাতান বিধানসভা আসনে। যদিও রাজস্থান বিজেপির প্রধান সি পি যোশী জানিয়েছেন যে, 'তিনি মুখ্যমন্ত্রীর দৌড়ে নেই।' ওদিকে মরুরাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে রাজ্যবর্ধন সিং রাঠোর বলেন,"সঠিক সময়ে সব কিছু সামনে আসবে। একবার ফলাফল বেরিয়ে যাক। ফলাফল বেরনোর পরই দলের শীর্ষ নেতৃত্ব-ই ভাবী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করবে। তারপরই তা ঘোষণা করা হবে। এটা একটা দলগত প্রচেষ্টা। এই দলগত প্রচেষ্টাকে একজন কেউ নেতৃত্ব দেবেন। সেটা দল সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে।"

যদিও রাজস্থানের ঝোতওয়াড়া বিধানসভা কেন্দ্রে পিছিয়ে রয়েছেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। ওই আসনে এগিয়ে কংগ্রেসের অভিষেক চৌধুরী। উত্তর-পশ্চিম জয়পুরের একটি মফস্বল এলাকা ঝোতওয়াড়া। মুখ্যমন্ত্রীর দৌড়ে নাম রয়েছে ৫২ বছরের বিজেপি নেত্রী দিয়া কুমারীরও। ব্রিটিশ শাসিত ভারতের 'প্রিন্সলি স্টেট' জয়পুরের শেষ ক্ষমতাসীন মহারাজ দ্বিতীয় মান সিংয়ের নাতনি দিয়া কুমারী। বিদ্যাধর নগর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে আছেন তিনি। এখন মরুরাজ্যে বিজেপির জয় নিশ্চিত হতেই, বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত কটাক্ষ করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে। শেখওয়াত বলেন, "ম্যাজিক শেষ হয়ে গিয়েছে। রাজস্থানের মানুষ ম্যাজিশিয়ানের প্রভাব ভেঙে বেরিয়ে এসেছে।" যদিও দল হারতে চললেও, অশোক গেহলট নিজে জিতছেন বলেই এখনও পর্যন্ত খবর। 

প্রসঙ্গত, রাজস্থানে বিজেপির জয়ের বিষয়ে আগে থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন রাজ্যবর্ধন সিং রাঠোর। এদিন গণনা শুরুর আগেই রাঠোর দাবি করেন, "এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৃহত্তর ক্ষেত্রে সুশাসন ও কংগ্রেসের কুশাসনের মধ্যে লড়াই। আর এই লড়াইতে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবে ও সরকার গঠন করবে।" 

আরও পড়ুন, Assembly Election Result 2023: দিল্লির বিজেপি পার্টি অফিসে আজ সন্ধেয় যাচ্ছেন মোদী! গেরুয়াজয়েরই ইঙ্গিত?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.